গেরহার্ট হাউপ্টমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সৃষ্ট
 
+
১৬ নং লাইন:
[[File:Gerhart Hauptmann 1912 von Max Liebermann.JPG|thumb|১৯১২ সালে গেরহার্ট হাউপ্টমান, তৈলচিত্র]]
'''গেরহার্ট হাউপ্টমান''' (নভেম্বর ১৫, ১৮৬২-জুন ৬, ১৯৪৬) নোবেলজয়ী [[জার্মানী|জার্মান]] [[নাট্যকার]] এবং [[ঔপন্যাসিক]]। তাঁর নাটকগুলো জার্মান সাহিত্যে এখনও ধ্রুপদী সৃষ্টিকর্ম হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯১২ সালে তিনি [[সাহিত্যে নোবেল পুরস্কার]] লাভ করেন। ১৯৪৬ সালে [[পোল্যান্ড|পোল্যান্ডে]] তিনি মৃত্যুবরণ করেন।
 
==জীবন ও কর্ম==
 
গেরহার্ট হাউপ্টমান ১৮৬২ সালে [[প্রুশিয়া|প্রুশিয়ার]] [[সাইলেসিয়া|সাইলেসিয়ায়]] জন্মগ্রহণ করেন। হাউপ্টমান তাঁর বাবা-মা বহু কষ্টে স্কুলে ভর্তি করেন। লেখাপড়ার প্রতি হাউপ্টমানের প্রচণ্ড অনীহা ছিল। লেখাপড়ায় অনীহা দেখে তাঁর বাবা খুব কমবয়সে তাঁর এক আত্মীয়ের ফার্মের কাজে লাগিয়ে দেন। পরবর্তীতে হাউপ্টমান ফার্মের চাকরি ছেড়ে দিয়ে ভাস্কর্য শিল্প নিয়ে পড়াশোনার জন্য একটি অ্যাকাডেমিতে ভর্তি হন। কিছুদিন পড়ার পর তিনি অ্যাকাডেমি ছেড়ে ইতালির [[জেনোয়া বিশ্ববিদ্যালয়|জেনা বিশ্ববিদ্যালয়ে]] ভর্তি হন। সেখানে তিনি ইতিহাসের উপর পড়াশোনা করেন। ১৮৮৩ থেকে ১৮৮৪-এর মধ্যবর্তী সময়ে তিনি [[ইতালি|ইতালিতে]] কাটান। জেনা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তিনি হোটেল ব্যবসায় মনোনিবেশ করেন। ১৮৮৫ সালের মে মাসে তিনি মারিয়া নামের এক মেয়েকে বিয়ে করে জার্মানীর [[বার্লিন|বার্লিনে]] বসবাস করা শুরু করেন এবং সাহিত্যকর্মে মনোনিবেশ করেন। তখন থেকেই আধুনিক নাট্যকার হিসেবে তিনি মোটামুটি খ্যাতি অর্জন করেন।
 
==বহিঃসংযোগ==