পুলিশ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৮ নং লাইন:
==== অস্ট্রেলিয়া ====
==== বাংলাদেশ ====
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ([[বাংলাদেশ পুলিশ]]), যাসংস্থাটি [[স্বরাষ্ট্র মন্ত্রণালয় (বাংলাদেশ)|বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের]] অধীনে পরিচালিত হয়। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ কমিশনার। বাংলাদেশের পুলিশ বাহিনী [[বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ|স্বাধীনতাযুদ্ধের]] আগেও বর্তমান ছিল এবং স্বাধীনতাযুদ্ধে এই পুলিশ বাহিনীর বিশেষ অবদান ছিল। স্বাধীন বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান কার্যালয় [[ঢাকা|ঢাকাস্থ]] রাজারবাগ পুলিশ লাইন্স-এ অবস্থিত। পুলিশ আলাদা বাহিনী হওয়াসত্ত্বেয় তাদের বেশ কিছু সদস্য [[র‍্যাব]] নামক আরেকটি নিরাপত্তা বাহিনীতেও কাজ করে থাকে পুলিশের সদস্যরা। স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুলিশের পোষাক ছিল নীল রঙের, কিন্তু পরবর্তিতে তা বর্তমান (২০১২) রঙের পোষাকে বদলে নেয়া হয়।
 
==== ভারত ====