ব্রতাইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JackieBot (আলোচনা | অবদান)
r2.7.2) (বট পরিবর্তন করছে: fa:بروتاین
Xqbot (আলোচনা | অবদান)
r2.7.3) (Robot: Modifying el:Βρεττάνη (διοικητική περιοχή) to el:Βρεττάνη; কসমেটিক পরিবর্তন
৪৫ নং লাইন:
[[জুলিয়াস সিজার]] ৫৬ খ্রিস্টপূর্বাব্দে অঞ্চলটি বিজয় করেন। রোমান শাসনের শেষের দিকে ও তার পরে অ্যাংলো-স্যাক্সনদের অত্যাচারে [[ব্রিটেন|ব্রিটেনের]] আদি কেল্টীয় জাতিগুলি, যারা ব্রাইটন নামে পরিচিত, উত্তরে [[ওয়েল্‌স]], পশ্চিমে কর্নওয়াল অঞ্চলে সরে যায় এবং এদেরই একাংশ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপীয় মূল ভূখণ্ডে বর্তমান ব্রতাইনে এসে বসতি গাড়ে। ব্রতাইন নামটি (মূল [[ব্রেটন ভাষা|ব্রেটন ভাষাতে]]: Breizh ''ব্রেইস'') এখান থেকেই এসেছে। এই ব্রাইটনেরা [[ব্রেটন ভাষা|ব্রেটন ভাষাতে]] কথা বলত, এবং এদের ভাষার সাথে [[ওয়েল্‌শ ভাষা]] ও [[কর্নিশ ভাষা|কর্নিশ ভাষার]] মিল আছে। ব্রিটেনের অধিবাসীরা নিজেদের দেশকে ডাকত The Great Britain বা বড় ব্রিটেন আর ব্রতাইনকে ডাকত The Little Britain অর্থাৎ ছোট ব্রিটেন। তখন এটি ছিল একটি স্বাধীন ডিউকশাসিত অঞ্চল। ৯ম শতকে ফ্রান্স এই অঞ্চলটি দখলের চেষ্টা চালায়, কিন্তু প্রতিবারই এখানকার অধিবাসীদের সাথে যুদ্ধে পরাজিত হয়। পরবর্তীতে ১২শ শতকে ইংল্যান্ডের রাজা ২য় হেনরি অঞ্চলটিকে ইংল্যান্ডের অন্তর্ভুক্ত করলে সে চেষ্টাও ব্রতাইনবাসী ব্যর্থ করে দেয়। এতে নেতৃত্ব দেন হেনরিরই নিজের ছেলে ব্রতাইনের ভবিষ্যৎ ডিউক ২য় জেফরি। ১১৯৬ সালে জেফরির ছেলে ১ম আর্থার ছিলেন ব্রতাইনের পরবর্তী ডিউক। তিনিও একইভাবে ইংল্যান্ডের আগ্রাসন প্রতিরোধ করেন। শেষ পর্যন্ত ১৫শ শতকের শেষে এসে ফ্রান্সের সেনাবাহিনী ব্রতাইনকে পদানত করতে সক্ষম হয় এবং ব্রতাইনের ডিউকের বংশধর ১২ বছর বয়সী ডিউককন্যা আন-কে ফ্রান্সের রাজা দ্বাদশ লুইকে বিয়ে করতে বাধ্য করা হয়। এরই রেশ ধরে ১৫৩২ সালে এসে ব্রতাইন ফ্রান্সের অংশে পরিণত হয়। ১৯শ শতকে এখানে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, তবে ফ্রান্সের থেকে বিচ্ছিন্ন হবার প্রচেষ্টা প্রতিহত করা হয়। ফ্রান্সের সাথে বহু শতক ধরে একসাথে বসবাসের ফলে এক ধরনের একীকরণ ঘটলেও এখনও এখানকার জনগণ বহু প্রাচীন রীতিনীতি ও ঐতিহ্য ধরে রেখেছে, যা একান্তই ব্রতাইনের নিজস্ব। তবে ১৯৪০-এর দশকের পর থেকে এখানে ব্রেটন ভাষার ব্যবহার ধীরে ধীরে কমতে শুরু করে ও ফরাসি ভাষার প্রচলন বৃদ্ধি পায়।
 
== গ্যালারি ==
<gallery>
Image:Bretagne map.png|ফ্রান্সের মানচিত্রে ব্রতাইনের অবস্থান
৫৮ নং লাইন:
</gallery>
 
== তথ্যসূত্র ==
{{reflist|2}}
 
{{ফ্রান্সের প্রশাসনিক অঞ্চলসমূহ}}
 
[[বিষয়শ্রেণী:ফ্রান্সের প্রশাসনিক অঞ্চলসমূহ]]
 
৮৪ ⟶ ৮৫ নং লাইন:
[[de:Bretagne]]
[[diq:Bretonya]]
[[el:Βρεττάνη (διοικητική περιοχή)]]
[[en:Brittany (administrative region)]]
[[eo:Bretonio (franca regiono)]]