দিন/রাত ক্রিকেট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MerlIwBot (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
৭ নং লাইন:
== ইতিহাস ==
১৯৭৭ সালে [[ক্যারি প্যাকার]] বিশ্বের শীর্ষস্থানীয় [[ক্রিকেটার|ক্রিকেটারদেরকে]] মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ''বিশ্ব সিরিজ ক্রিকেটে'' খেলানোর জন্যে একত্রিত করেন।<ref name="brief">{{cite web|url=http://www.espncricinfo.com/worldseries/content/story/72632.html |title=World Series Cricket |publisher=ESPNcricinfo |last=Williamson |first=Martin |accessdate=2011-02-20}}</ref> কিন্তু দর্শক উপস্থিতি ছিল খুবই নগণ্য। তাই প্যাকার সুপারটেস্টের আয়োজন করেন। কিন্তু অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার খেলায় মাত্র দুই হাজার দর্শক দেখতে এসেছিলেন। নভেম্বর, ১৯৭৭ সালে মেলবোর্নের ওয়াভার্লি পার্কের অস্ট্রেলিয়ান রুলস ফুটবল খেলার স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। এর এক বছর পর [[সিডনী ক্রিকেট গ্রাউন্ড|সিডনী ক্রিকেট গ্রাউন্ডে]] অনুষ্ঠিত উভয় দলের মধ্যেকার দিবা-রাত্রির একদিনের ক্রিকেট খেলায় ৪৪,৩৭৭ জন দর্শক এসেছিলেন।
 
বিশ্ব সিরিজ ক্রিকেটের প্রতিপক্ষ ছিল বিশাল ও ব্যাপক। এর খেলাগুলো টেস্ট ক্রিকেট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটের কোনটিই ছিল না। ১৯৭৯ সালে [[অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড]] এবং ক্যারি প্যাকারের মধ্যে [[চুক্তি]] হয় যার ফলশ্রুতিতে বিশ্ব সিরিজ ক্রিকেট পর্যায়টির সমাপ্তি ঘটে।<ref>[http://www.espncricinfo.com/worldseries/content/story/72632.html Williamson, Martin. "World Series Cricket". ESPNcricinfo. Retrieved 2011-02-20.]</ref> কিন্তু ফ্লাডলাইটের কৃত্রিম আলোর গুরুত্ব এবং বিপণনের উপযোগিতা রয়ে যায়। নভেম্বর, ১৯৭৯ সালে প্রথম ফ্লাডলাইটের আলোর সাহায্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে টেস্ট খেলুড়ে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া]] এবং [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে ক্রিকেট ইতিহাসের স্বর্ণালী অধ্যায় সূচীত হয়।<ref>[http://www.espncricinfo.com/ci/engine/match/65287.html "1st Match: Australia v West Indies at Sydney, Nov 27, 1979". ESPNcricinfo. Retrieved 2011-02-20.]</ref>
 
== তথ্যসূত্র ==