হাওয়ার্ড ফ্লোরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ZéroBot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: fi:Howard Florey
Xqbot (আলোচনা | অবদান)
r2.7.3) (বট যোগ করছে: io:Howard Walter Florey; কসমেটিক পরিবর্তন
১ নং লাইন:
[[চিত্র:florey.jpg|right|thumb|স্যার হাওয়ার্ড ফ্লোরি]]
 
'''স্যার হাওয়ার্ড ফ্লোরি''' ([[সেপ্টেম্বর ২৪]], [[১৮৯৮]] - [[ফেব্রুয়ারি ২১]], [[১৯৬৮]]) একজন বিখ্যাত [[নোবেল পুরস্কার|নোবেল বিজয়ী]] [[অস্ট্রলিয়া|অস্ট্রেলীয়]] জীববিজ্ঞানী। তিনি [[১৯৪৫]] সালে [[অ্যান্টিবায়োটিক]] আবিস্কারে অবদান রাখার জন্য জীববিজ্ঞানে [[নোবেল পুরস্কার]] লাভ করেন।
 
 
== জন্ম ও পরিবার ==
স্যার হাওয়ার্ড ফ্লোরি [[১৮৯৮]] সালের [[২৪শে সেপ্টেম্বর]] দক্ষিণ [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ার]] অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা যোসেফ ফ্লোরি ও মা বার্থা ফ্লোরি। [[১৯২৬]] সালে ফ্লোরি ম্যারি ইথেল হেয়টার রিডকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে।
 
 
== শৈশব ও শিক্ষা ==
শৈশবে তাঁর শিক্ষা শুরু হয় অ্যাডিলেডের সেন্ট.পিটার'স কলেজিয়েট স্কুলে। [[১৯২১]] সালে তিনি অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় থেকে [[এমবিবিএস]] সম্পন্ন করেন। বিএসসি ও এমএ করার সময় [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়|অক্সফোর্ডের]] ম্যাগডালেন কলেজে তিনি রোড'স বৃত্তি লাভ করেন। অতঃপর তিনি [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে]] জন লুকাস ওয়ালকারের ছাত্র হিসেবে গমন করেন। [[১৯২৫]] সালে তিনি রকফেলার বৃত্তি নিয়ে এক বছরের জন্য [[যুক্তরাষ্ট্র]] ভ্রমণ করেন। [[১৯২৬]] সালে দেশে ফিরে গনভিল ও ক্যাইয়াস কলেজ থেকে [[১৯২৭]] সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই সময় তিনি লন্ডনের ফ্রিডম রিসার্চ ফেলোসিপ (FreeDom Research Fellowship) নিয়ে লন্ডন হসপিটালে কাজ করেন।
 
== কর্মজীবন ==
[[১৯২৭]] সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগ লাভ করেন। [[১৯৩১]] সালে শেলফিল্ড বিশ্ববিদ্যালয়ে তিনি যোসেফ হান্টার চেয়ার ওব প্যাথলজি (Joseph Hunter Chair of Pathology) অধিকার করেন। [[১৯৩৫]] সালে শেলফিল্ড ছেড়ে তিনি লিঙ্কন কলেজে প্যাথলজির অধ্যাপক হিসেবে নিয়োগ লাভ করেন। [[১৯৬২]] সালে তিনি অক্সফোর্ডের কুইন্স কলেজের প্রভোস্ট হিসেবে যোগদেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে সেনাবাহিনীতে কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। [[১৯৪৪]] সালে তিনি [[অস্ট্রেলিয়া]] ও [[নিউজিল্যান্ড|নিউজিল্যান্ডে]] নুফিল্ড ভিসিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পান। [[১৯৫৮]] থেকে [[১৯৬৮]] ফ্লোরি [[রয়েল সোসাইটি|রয়েল সোসাইটির]] প্রধান ও রয়েল কলেজ অফ ফিজিসিয়ান্‌স এর ফেলো ছিলেন।
 
== অ্যান্টিবায়োটিক আবিস্কার ==
তার প্রধান কাজ শুরু হয় [[আর্ণেস্ট বি. চেইন|চেইন]] এর সাথে কাজ করার সময় থেকে। [[১৯৩৮]] সালে তারা প্রাকৃতিক অণুজীব বিরোধী রসায়নের উপর গবেষণা শুরু করেন। প্রথমত, তারা [[লাইসোজাইম]] এর উপর কাজ করেন, কিন্তু পরে তারা [[অ্যান্টিবায়োটিক|অ্যান্টিবায়োটিকের]] উপর কাজ শুরু করেন।
 
[[পেনিসিলিন]] বিজ্ঞানী [[আলেকজান্ডার ফ্লেমিং]] আবিস্কার করেছিললেন। তিনি দেখেছিলেন ছাতা কিছু ব্যাক্টেরিয়া বিরোধী পদার্থ তৈরি করতে পারে। কিন্তু, ফ্লেমিং সেই রসায়নিক পদার্থ পৃথক করতে পারেননি। [[১৯৩৯]] সালে ফ্লোরি ও [[আর্ণেস্ট বি. চেইন|চেইন]] এক দল ব্রিটিশ বিজ্ঞানীদের দলের নেতৃত্ব দেন। তাদের কাজ ছিল ঐ পদার্থটি পৃথক করা ও প্রস্তুত করার জন্য গবেষণা করা। এই গবেষণার খরচ যুগিয়েছিল, আমেরিকার রকফেলার ফাউন্ডেশন। [[১৯৪০]] সালে তারা রিপোর্ট প্রকাশ করেন, কিভাবে পেনিসিলিন দেহের ক্ষতিকর ব্যাক্টেরিয়াকে ধবংস করে। এরপর, সরকার এই গবেষণায় সাহায্য করত এগিয়ে আসে। ফলশ্রুতিতে, পর্যাপ্ত পরিমাণ [[পেনিসিলিন]] তৈরি করা সম্ভব হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক সৈনিকের প্রাণ বাচিয়েছিল।
 
== পুরস্কার ==
বিশ্বের প্রায় ১৭ টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। তিনি বিশ্বব্যাপি অনেক জীববিজ্ঞান ও ঔষধ সম্পর্কিত সংগঠনের সদস্য। [[১৯৪৪]] সালে তাকে [[নাইট উপাধি]] প্রদান করা হয়।
 
== মৃত্যু ==
[[১৯৬৮]] সালের [[২১শে ফেব্রুয়ারি]] এই মহান বিজ্ঞানী পরলোক গমন করেন।
 
{{অসম্পূর্ণ}}
 
[[categoryবিষয়শ্রেণী:অস্ট্রেলীয় জীববিজ্ঞানী]]
[[Categoryবিষয়শ্রেণী:নোবেল বিজয়ী জীব বিজ্ঞানী]]
[[Categoryবিষয়শ্রেণী:১৮৯৮-এ জন্ম]]
[[categoryবিষয়শ্রেণী:১৯৬৮-এ মৃত্যু]]
 
[[ar:هوارد فلوري]]
৪৩ ⟶ ৪৪ নং লাইন:
[[hr:Howard Walter Florey]]
[[id:Howard Walter Florey]]
[[io:Howard Walter Florey]]
[[it:Howard Walter Florey]]
[[ja:ハワード・フローリー]]