আশুতোষ চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: '''আশুতোষ চৌধুরী''' (১৮৮৮-১৯৪৪) কবি ও লোকগীতি সংগ্রাহক। তিনি [[চট্...
 
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''আশুতোষ চৌধুরী''' (১৮৮৮-১৯৪৪) কবি ও লোকগীতি সংগ্রাহক। তিনি [[চট্টগ্রাম জেলা]]র [[বোয়ালখালী উপজেলা]]র [[কধুরখীলকদুরখীল ইউনিয়ন|কধুরখীল]] গ্রামে ১৮৮৮ সালে জন্ম গ্রহন করেন। তাঁর রচিত “ছেলেদের চট্টলভূমি” গ্রন্থটি পড়ে রায়াবাহাদুর [[দীনেশচন্দ্র সেন]] মুগ্ধ হয়ে তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৯২৫ সালে লোকগীতি সংগ্রাহক নিযুক্ত করেন।
==পালাগান সংগ্রহ==
নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, ভেলুয়া, হাতি খেদার গান, কমল সদাগরের পালা, সুজা তনয়ার বিলাপ, নছর মালুম, নুরুন্নেহা ও খবরের কথা, পরীবানুর হঁলা, দেওয়ান মনোহর ও মজুনা ইত্যাদি। এসব পালাগান পূর্ববঙ্গ-গীতিকায় প্রকাশিত হয়েছে।