বিশ্ব পর্যটন সংস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৫ নং লাইন:
 
'''বিশ্ব পর্যটন সংস্থা''' ({{lang-en|World Tourism Organization}}) বা [[ইউএনডব্লিউটিও]] [[স্পেন|স্পেনের]] [[মাদ্রিদ|মাদ্রিদে]] অবস্থিত [[জাতিসংঘ|জাতিসংঘের]] [[জাতিসংঘের বিশেষায়িত সংস্থা|বিশেষায়িত সংস্থা]] হিসেবে বিবেচিত। [[পর্যটন শিল্প|পর্যটন শিল্পকে]] ঘিরেই এ সংস্থার উৎপত্তি হয়েছে। সংস্থাটি [[বিশ্ব পর্যটন র‍্যাংকিং]] করে থাকে।<ref>[http://unwto.org/facts/eng/barometer.htm UNWTO World Tourism Barometer]</ref> আন্তর্জাতিক পর্যটনের যাবতীয় [[তথ্য]] সংগ্রহ এবং [[পরিসংখ্যান|পরিসংখ্যানগত]] তথ্য বিতরণের লক্ষ্যে বিশ্ব পর্যটন সংস্থা পর্যটন শিল্পের প্রধান কেন্দ্রস্থল হিসেবে আসীন রয়েছে। [[বিশ্ব|বিশ্বের]] অধিকাংশ [[দেশ|দেশের]] রাষ্ট্রায়ত্ত খাতের পর্যটন সংস্থা থেকে প্রকাশিত তথ্য থেকে পর্যটনের নিম্নমূখী এবং ঊর্ধ্বমূখীতা যাচাইয়ান্তে বৈশ্বিক মানদণ্ড প্রণয়ন করে। এটি [[জাতিসংঘ উন্নয়ন গ্রুপ|জাতিসংঘ উন্নয়ন গ্রুপের]] সদস্য।<ref>[http://www.undg.org/index.cfm?P=13 UNDG.org]</ref>
 
==সংস্থা গঠনের ইতিহাস==
২য় বিশ্ব যুদ্ধের পরিসমাপ্তির পর বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকান্ডের সম্প্রসারণের ফলশ্রুতিতে বিশ্ব ব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটে। এই অবস্থায় পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্টান, ব্যক্তিবর্গ ও ভোক্তা শ্রেণীর সমন্বয়ে গড়ে ওঠে '''ভ্রমন বিষয়ক সংস্থার আন্তর্জাতিক সংঘ''' (International Union of Official Travel Organizations - IUOTO)। এই সংস্থাটি বিশ্ব ব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখতে থাকার প্রেক্ষিতে জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানরূপে যুক্ত হয়। সংস্থাটির কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে জাতিসংঘের বাৎসরিক সম্মেলনের সময় এই সংস্থার সদস্যভূক্ত দেশগুলো বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা - পর্যালোচনার মাধ্যমে করণীয় ঠিক করার মাধ্যমে বিশেষ অবদান রেখে যাচ্ছিল। এই অবস্থায়, ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর তারিখে সংস্থাটির বার্ষিক সম্মেলনে এর নাম - লক্ষ্য ও উদ্দেশ্য পুন:মূল্যায়ন ও নির্ধারণ করা হয় এবং তখন থেকে এটি "বিশ্ব পর্যটন সংস্থা" নামে চিহ্নিত করার বিষয়ে সদস্যদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, যার কার্যক্রম নতুন নামে ১৯৭৪ সাল থেকে শুরু হয়।
 
== সদর দফতর ==