তুলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
বিবরণ
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
১ নং লাইন:
'''তুলা''' ({{lang-en|Cotton}}) [[আঁশ|আঁশজাতীয়]] [[নরম]] পদার্থবিশেষ যা সংশ্লিষ্ট [[তুলা গাছ|তুলা গাছের]] বীজের সাথে সম্পৃক্ত থাকে। তুলা দেখতে সাদা, লম্বা, পাতলা ও চুলের ন্যায় মিহি। তুলা গাছ থেকে সংগ্রহ করে [[সুতা]], [[বালিশ]], [[চিকিৎসা]] কর্মে ব্যবহারের উদ্দেশ্যে একত্রিত করা হয়। এ দিয়ে তৈরী সুতো [[কাপড় ]] প্রস্তুত করে মানুষের [[পোষাক|পোষাকসহ]] অনেক ধরনের জিনিসপত্রে ব্যবহার করা হয়। প্রচণ্ড গরমে সুতি কাপড় পরিধানে বেশ আরাম অনুভূত হয়।
 
== ইতিহাস ==
অনেক অনেক বছর পূর্বে তুলার [[আবিস্কার]] হয়েছে। তুলা [[মানব সভ্যতা|মানব সভ্যতার]] ইতিহাসে প্রাচীনতম [[ফসল|ফসলরূপে]] পরিগণিত। [[প্রত্নতত্ত্ব|প্রত্নতাত্ত্বিক]] নিদর্শনসমূহ থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক জানা যায় যে প্রায় সাত হাজার বছর পূর্বে তুলার ব্যবহার শুরু হয়। বর্তমানে প্রাকৃতিক তন্তু হিসেবে এর ব্যবহার অব্যাহত আছে। পৃথিবীর সকল দেশের, সকল শ্রেণীর মানুষ তুলা দিয়ে তৈরী কাপড় ও তুলাজাত অন্যান্য পণ্য ব্যবহার করে আসছেন।
 
== বিবরণ ==
তুলা প্রাকৃতিক তন্তু হিসেবে তুলা গাছ থেকে পাওয়া যায়। কয়েক ধরনের তুলা গাছ প্রকৃতিতে পাওয়া যায়। তন্মধ্যে কিছু তুলা গাছ বুনো পরিবেশে [[গ্রীষ্মমণ্ডলীয়]] ও [[উপ-গ্রীষ্মমণ্ডলীয়]] এলাকাসমূহে জন্মায়। অনেক অনেক বছর পূর্বে তুলার আবিস্কার হয়েছে। অধিকাংশ তুলাই [[অর্থকরী ফসল|অর্থকরী ফসলরূপে]] জমিতে উৎপাদন করা হয় যা পরবর্তীতে কাপড় তৈরীর উদ্দেশ্যে জমায়েত করা হয়। তুলার [[খামার|খামারগুলো]] [[আফ্রিকা]], [[এশিয়া]], [[ইউরোপ]], [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়াসহ]] আমেরিকায় দেখা যায়। বিশ্বব্যাপী হাজার হাজার একর জমি তুলা চাষে ব্যবহার করা হচ্ছে। প্রাচীন ইতিহাসের ক্ষণস্থায়ী, মোটা কাপড়ের তুলনায় নিত্য-নতুন প্রজাতির তুলা গাছের মাধ্যমে আধুনিক বিশ্বের উপযোগী দীর্ঘস্থায়িত্ব, মসৃণ কাপড় তৈরী হচ্ছে। তুলার নিজস্ব ওজন নিয়ে ২৪ থেকে ২৭ গুণ পানি ধারণ করতে পারে। তুলা গাছের সকল অংশই কোন না কোন কাজে লাগে।
 
== তথ্যসূত্র ==
'https://bn.wikipedia.org/wiki/তুলা' থেকে আনীত