বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahmud-bn (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
→‎পাতার বানান: দিকনির্দেশনা
৮৫ নং লাইন:
==পাতার বানান==
মঈনুল ভাইয়া, [[উইকিপিডিয়া|উইকিপিডিয়া]]য় এমন কিছু পাতা খোলা হয়েছে যেগুলোর পাতার শিরোনামের বানান ভুল। যেমন [[মরিচীকা]] যেটার সঠিক বানান হবে মরীচিকা। আরো অনেক এমন উদাহরণ আছে। এগুলোকে সংশোধন করবার কোন পথ আছে? <br /> বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শের জন্যে আপনার কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। এখনো সব নিয়ম কানুন আয়ত্ব হয়নি। তাই ভুল হয়ে যেতে পারে। আগামীতে সতর্ক থাকবো। বরাবরের মতই আপনাকে পাশে চাই।[[User:Mahmud-bn|Mahmud-bn]] ([[User talk:Mahmud-bn|আলাপ]]) ১৬:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)
 
:"মরীচিকা" বানান বিষয়ে আপনার বক্তব্যের সত্যতা, বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান দেখে, পেলাম। ভুল নামস্থানে কোনো নিবন্ধ থাকলে তাকে সঠিক নামস্থানে নিয়ে যেতে নিবন্ধের উপরে ইতিহাস-এর পাশে "স্থানান্তর" লেখায় ক্লিক করতে হবে। তারপর যে সঠিক নামস্থানে সরাতে হবে, তা শুদ্ধ করে লিখে দিয়ে কারণ উল্লেখপূর্বক সরানো যাবে। তবে এমন অনেক বানান আছে, যেগুলো নিয়ে বিতর্ক আছে, অথবা দীর্ঘ আলোচনা শেষে একটা বানান নির্দিষ্ট হয়েছে, অথচ তা আমাদের সাধারণ জ্ঞানের কাছে ভুল মনে হয়, সেসব ক্ষেত্রে এভাবে সরিয়ে নেয়াটা আবার ভুল হবে। তাই যেকোনো এধরণের ঘটনায় আগে আলাপ পাতায় পূর্বতন আলাপ আছে কিনা দেখে নেয়া এবং তারপর একটা বার্তা ঐ আলাপ পাতায় রাখাটা সুন্দর। কিন্তু কোনো বিশেষ কারণ ছাড়া প্রমাণিত বানান যদি ভুল হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আলোচনা না করেও তা সরানো যেতে পারে, তবে সর্বক্ষেত্রেই আলোচনা সর্বোত্তম।&nbsp;—[[User:Mayeenul Islam|মঈনুল ইসলাম]] ([[User talk:Mayeenul Islam|আলাপ]] * [[Special:Contributions/Mayeenul Islam|অবদান]]) ১৭:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)