ভারতের সংবিধান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nasirkhan (আলোচনা | অবদান)
Reverted 1 edit by 112.79.36.55 (talk) identified as vandalism to last revision by Thijs!bot. (TW)
১২ নং লাইন:
 
== সংবিধানের বিবর্তন ==
=== ১৯৩৫ সালের পূর্ববর্তী ব্রিটিশ পার্লামেন্টের আইনসমূহ ===
=== ১৯৩৫ সালের পূর্ববর্তী ব্রিটিশ পার্লামেন্টের আইনসমূহ === [[সিপাহী বিদ্রোহ|১৮৫৭ সালের মহাবিদ্রোহের]] পর [[ব্রিটিশ পার্লামেন্ট]] ভারতের শাসনভার [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পনির]] হাত থেকে স্বহস্তে তুলে নেয়। এর ফলে [[ব্রিটিশ ভারত]] ব্রিটিশ রাজশক্তির প্রত্যক্ষ শাসনাধীনে আসে। [[ভারত শাসন আইন, ১৮৫৮|১৮৫৮ সালের ভারত শাসন আইন]] বলে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে ব্রিটিশ সরকারের রূপরেখাটি চূড়ান্ত করে। ইংল্যান্ডে [[ভারত সচিব]] বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার পদটি সৃষ্টি করা হয়। এঁর মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন করত। সেক্রেটারি অফ স্টেটকে সহায়তা করত [[ভারতীয় কাউন্সিল]] (কাউন্সিল অফ ইন্ডিয়া)। [[ভারতের গভর্নর-জেনারেল|ভারতের গভর্নর-জেনারেলের]] পদটিও সৃষ্টি করা হয় এই সময়। সেই সঙ্গে ব্রিটিশ সরকারের উচ্চ পদাধিকারীদের নিয়ে ভারতে একটি কার্যনির্বাহী পরিষদও (এক্সিকিউটিভ কাউন্সিল) সৃষ্টি করা হয়। [[ভারতীয় কাউন্সিল আইন, ১৮৬১|১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন]] বলে কার্যনির্বাহী পরিষদের সদস্য ও অ-পদাধিকারী সদস্যদের নিয়ে আইন পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল স্থাপিত হয়। [[ভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২|১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইন]] বলে দেশে প্রাদেশিক আইনসভা প্রতিষ্ঠিত হয় এবং আইন পরিষদের ক্ষমতা বৃদ্ধি করা হয়। এই সকল আইন বলে সরকার ব্যবস্থায় ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধি পেলেও তাঁদের ক্ষমতা ছিল সীমিতই। [[ভারত শাসন আইন, ১৯০৯|১৯০৯]] ও [[ভারত শাসন আইন, ১৯১৯|১৯১৯]] সালের ভারত শাসন আইন দুটি সরকার ব্যবস্থায় ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ আরও প্রসারিত করে।
 
=== ভারত শাসন আইন, ১৯৩৫ ===