সোনাদিয়া দ্বীপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Vagobot (আলোচনা | অবদান)
r2.7.2) (বট যোগ করছে: es:Isla Sonadia
+, সংশোধন
১ নং লাইন:
'''সোনাদিয়া দ্বীপ''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[কক্সবাজার জেলা|কক্সবাজার জেলার]] [[মহেশখালী উপজেলা|মহেশখালী উপজেলার]] অর্ন্তগত [[হোয়ানক ইউনিয়ন|হোয়ানক ইউনিয়নে]] অবস্থিত একটি দ্বীপ। এটি জীববৈচিত্রের দ্বীপ নামেও পরিচিতি এবং এ দ্বীপ প্রাকৃতিক সুন্দর্য পিপাসুদের জন্য অন্যতম পর্যটন স্থান।<ref name="dccoxsbazar.gov.bd">[http://www.dccoxsbazar.gov.bd/index.php?opxion=com_content&view=article&id=170&option=com_content কক্সবাজার জেলা তথ্য বাতায়ন]</ref> চারদিকে গভীর সমুদ্রের সাগরের ঢেউ সমৃদ্ধ এটি মুলত প্যারাদ্বীপ নামে পরিচিতি।
'''সোনাদিয়া''' কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার একটি সুন্দর দ্বীপ। দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গ কিমি.। এই দ্বীপটি বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য নির্বাচিত হয়েছে। দ্বীপটি কক্সবাজার জেলা সদর থেকে প্রায় ৭ কিমি উত্তর পশ্চিমে এবং মহেশখালি দ্বীপের দক্ষিনে কুতুবজুম ইউনিয়নে অবস্থিত। এটি মহেশখালি চ্যানেল দ্বারা কক্সবাজারের মূল ভূখন্ড থেকে বিছিন্ন হয়েছে। তিন দিকে সমুদ্র সৈকত,সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া- নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন এবং বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্যমন্ডিত। তা ছাড়া জীববৈচিত্রের জন্য দ্বীপটি পরিচিতি
== বর্ণনা ==
অপরূপ সৌন্দর্যের আধার এ দ্বীপ ককসবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমের দূরে সাগর গর্ভে অবস্থিত। দ্বীপটির আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার। তিন দিকে সমুদ্র সৈকত,সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া- নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন। বিচিত্র প্রজাতির জলচর পাখি দ্বীপটিকে করেছে অনন্য বৈশিষ্ট্য মন্ডিত। এটি মহেশখালী কেনেল দ্বারা কক্সবাজারের মূল ভূখন্ড থেকে বিছিন্ন হয়েছে।
 
এর এটি দেশের প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র। এখানকার [[ম্যানগ্রোভ বন]] এবং উপকুলীয় বনভূমি, সাগরে গাঢ় নীল পানি, [[কেয়া বন]], [[লাল কাঁকড়া]], বিভিন্ন প্রকারের সামুদ্রিক পাখি পর্যটকদের মনে দোলা দেয়।<ref name="dccoxsbazar.gov.bd"/> এই দ্বীপটি বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য নির্বাচিত হয়েছে।
 
==বিভিন্ন প্রতিষ্টান==
এই দ্বীপে ২টি মসজিদ, ১টি প্রাথমিক বিদ্যালয়, ১টি সাইক্লোন সেন্টার, আনুমানিক ১২টি গভীর নলকূপ রয়েছে।
 
==তথ্যসূত্র==
==বহিঃসংযোগ==
{{reflist}}
[http://www.dccoxsbazar.gov.bd/index.php?opxion=com_content&view=article&id=170&option=com_content]
 
{{coord|21|29|N|91|54|E|region:BD_type:city|display=title}}
 
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের দ্বীপ]]