উইকিপিডিয়া:কীভাবে লেখা গাঢ় বা বোল্ড করবেন?: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Wikitanvir (WMF) (আলোচনা | অবদান)
+
(কোনও পার্থক্য নেই)

১৮:৫৯, ৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে সংশোধিত সংস্করণ

নিবন্ধের ওপরে ডান থেকে দুই নম্বরে অবস্থিত (তীর চিহ্ন দ্রষ্টব্য) ‘সম্পাদনা’ লিংকে ক্লিক করুন। এর ফলে নিবন্ধটি সম্পাদনার জন্য উইকিপিডিয়া এডিটরে দেখা যাবে।

যে শব্দ বা শব্দগুচ্ছটি আপনি বোল্ড বা গাঢ় করতে চান সেটি মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করুন। যেমন এখানে আমরা ‘টর্চলাইট’ শব্দটি সিলেক্ট করেছি, কারণ নিবন্ধের শুরুতে নিবন্ধ শিরোনামের শব্দটি গাঢ় অক্ষরে লেখা নিয়ম। শব্দটি সিলেক্ট করার পর ওপরে সম্পাদনা বারের সর্ববামে থাকা গাঢ় A অক্ষরটিতে ক্লিক করুন (চিত্রের তীর চিহ্ন দ্রষ্টব্য)। এর ফলে শব্দটিকে দুইটি ''' চিহ্নের মাঝে দেখা যাবে।

''' চিহ্নের মাধ্যমেই উইকিপিডিয়ায় কোনো শব্দকে গাঢ় করে প্রদর্শন করা হয়। এখন ‘সম্পাদনা সারাংশ’ অংশে সারাংশ লিখে (বড় কমলা তীর চিহ্ন দ্রষ্টব্য) ‘প্রাকদর্শন’ বাটনে ক্লিক করুন (নীল তীর চিহ্ন দ্রষ্টব্য)। যেহেতু আমরা এখানে ফরম্যাট ঠিক করছি, তাই সারাংশ দিয়েছি ‘ফরম্যাট’।

এবার আমরা প্রাকদর্শন বা প্রিভিউয়ে নিবন্ধের ‘টর্চলাইট’ শব্দটিকে গাঢ় অক্ষরে দেখতে পাচ্ছি। এভাবে আপনি নিবন্ধের অন্যান্য বিভিন্ন অংশের তথ্য গাঢ় অক্ষরে প্রকাশ করতে পারেন। আপনার অক্ষর গাঢ় করা সম্পন্ন হলে সংরক্ষণ বাটনে (তীর চিহ্ন দ্রষ্টব্য) ক্লিক করুন। আপনি দেখতে পাবেন নির্ধারিত শব্দ বা শব্দগুচ্ছগুলো গাঢ় অক্ষরে প্রকাশিত হয়েছে!

এই টিউটোরিয়াল সম্পর্কিত নির্বাচিত প্রশ্ন ও উত্তর