জলচর পাখি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী
কিছু হাইপারলিঙ্ক যোগ।
১৩ নং লাইন:
| caption5 =জলচর পাখিদের পায়ের গঠন এদের পানিতে সহজে চলাচল করতে সহায়তা করে
}}
'''জলচর পাখি''' ({{lang-en|[[:en:Water bird|Water bird]]}}), '''জলজ পাখি''' বা '''জলার পাখি''' বলতে সেসব [[পাখি|পাখিকেই]] বোঝায় যারা পানিতে বা পানির আশেপাশে বসবাস করে। জলে চরে বেড়ায় বলে এরা জলচর পাখি। এ সকল পাখি তাদের জীবনধারণের জন্য আংশিক বা পুরোপুরি পানির উপর নির্ভরশীল। পানি ছাড়া আসলে কোন প্রাণীই বাঁচতে পারে না; কিন্তু জলচর পাখিদের জীবনচক্রে পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ জলচর পাখিরা স্বাদুপানির জলাশয়ে বা তার আশেপাশে বিচরণ করে। লোনা পানিতে, অর্থাৎ [[সমুদ্র]], মোহনা, খাঁড়ি ও সামুদ্রিক [[দ্বীপ|দ্বীপে]] বসবাসকারী পাখির পরিমান কম নয়। জলচর পাখিদের পানির উপর নির্ভরশীলতায় পার্থক্য দেখা যায়। এই পার্থক্য সৃষ্টি হয়েছে মূলত তাদের পরিবেশে পানির লভ্যতার উপর।
[[File:Waders in flight Roebuck Bay.jpg|thumb|260px|জলচর পাখির ঝাঁক]]
==বৈশিষ্ট্য==
২১ নং লাইন:
 
==বিচরণস্থল==
জলচর পাখিরা পানিতে বা পানির আশেপাশে বিচরণ করে। স্বাদুপানির জলচর পাখিরা ছোট ডোবা, মজা পুকুর, পাহাড়ী ঝর্ণা, [[খাল]], দিঘী থেকে শুরু করে [[নদী]], [[হাওর]], [[বিল]], [[হ্রদ]] সর্বত্র বিচরণ করে। এছাড়া জলাভূমি, মৌসুমী জলাশয়, [[বন্যা]] কবলিত এলাকা, বাঁধ, ড্যাম, কৃত্রিম জলাশয়, ব্যারেজ, জলপূর্ণ ক্ষেত, নদীর চর, নদীকূল প্রভৃতি এলাকায়ও এদের অবাধ বিচরণ। লোনাপানির জলচর পাখিরা মূলত সমুদ্রকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়। নদীর মোহনা, উপকূল, সামুদ্রিক খাঁড়ি, দ্বীপ, [[সমুদ্রবন্দর]] এমনকি মাঝসমুদ্র, অর্থাৎ সমুদ্রের সর্বত্র এদের বিস্তৃতি। উপযুক্ত পরিবেশ ও খাদ্যের প্রাচুর্য থাকা সাপেক্ষে স্বাদুপানির পাখিরা প্রায়শই লোনাপানিতে এসে আস্তানা গাড়ে। আবার উল্টোটিও ঘটতে দেখা যায়।
 
জলচর পাখিরা প্রায়ই [[পাখি পরিযায়ন|পরিযায়ী]] ও [[অনিয়মিত (জীববিদ্যা)|অনিয়মিত]] স্বভাবের হয়। খাদ্য আর উপযুক্ত আবাসের খোঁজে এরা দূর দূরান্তে পাড়ি জমায়। আবার জলচর পাখিদের একটি বড় অংশ [[স্থানিক]] স্বভাবের।