ন্যূনতম উদ্বেগজনক প্রজাতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী
fix
৩ নং লাইন:
</div>
 
'''ন্যূনতম বিপদগ্রস্ত''' বলতে [[আইইউসিএন লাল তালিকা|আইইউসিএন লাল তালিকায়]] কোন একটি জীবিত [[প্রজাতি]] বা [[উপপ্রজাতি|উপপ্রজাতির]] জন্য সর্বনিম্ন শংকা রয়েছে এমন অবস্থা বোঝায়। যে সকল প্রজাতি বা উপপ্রজাতি [[আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ|আইইউসিএন]] কর্তৃক মূল্যায়িত হয়েছে কিন্তু অন্য কোন বিভাগের ([[প্রায়-বিপদগ্রস্ত]], [[সংকটাপন্ন]], [[বিপন্ন প্রজাতি|বিপন্ন]], [[মহাবিপন্ন]], [[বন্য পরিবেশে বিলুপ্ত]] ও [[বিলুপ্ত]]) জন্য মনোনিত করা যায় নি, সে সকল প্রজাতি বা উপপ্রজাতিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে। বিশ্বে ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতির বিস্তৃতি আর সংখ্যা সবচেয়ে বেশি। বিভিন্ন প্রজাতির সাথে সাথে [[মানুষ|মানুষও]] ন্যূনতম বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে ঘোষিত হয়েছে।<ref name="tiucnredlist">[http://www.iucnredlist.org/apps/redlist/details/136584/0/full ''Homo sapiens''], The IUCN Red List of Threatened Species এ মানুষ বিষয়ক পাতা।</ref>
 
প্রজাতি বা উপপ্রজাতির সংখ্যা ও বিস্তৃতি গভীরভাবে মূল্যায়ন করে তারপর এদের ন্যূনতম বিপদগ্রস্ত বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। যেসব প্রজাতি বা উপপ্রজাতি সম্পর্কে এধরণের মূল্যায়ন করা সম্ভব হয় নি, তাদের [[অপ্রতুল -তথ্য]] শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে।<ref name="web">[http://web.archive.org/web/20061116094114/http://www.iucnredlist.org/info/categories_criteria2001 আইইউসিএন লাল তালিকার শ্রেণী ও তাদের মানদণ্ডসমূহ (সংস্করণ ৩.১)]</ref>
 
২০০১ সালের পূর্বে ন্যূনতম বিপদগ্রস্ত অবস্থাকে '''কম বিপদগ্রস্ত''' (Lower Risk) অবস্থার একটি উপবিভাগ হিসেবে গণ্য করা হত।