স্যামুয়েল টিকেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
২২ নং লাইন:
 
ভারতে অবস্থানকালে তিনি সেখানকার স্তন্যপায়ী ও পাখি সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহের মাধ্যমে তিনি সে অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে নতুন নতুন মূল্যবান তথ্য আবিষ্কার করেন। ''জার্নাল অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল''- এর ১৭তম খণ্ডে তিনি মূল্যবান অবদান রাখেন। ১৮তম খণ্ডে তিনি বার্মা সম্পর্কে একটি রিপোর্ট লেখেন। তিনি ''অর্নিথগনমোন'' ও ''ওল্ড লগ'' এই দুই ছদ্মনামে লিখতেন।<ref name=walden>{{cite journal|title=Notes on the late Colonel Tickell's manuscript Work entitled “Illustrations of Indian Ornithology”|author=Walden, Arthur Viscount|doi= 10.1111/j.1474-919X.1876.tb06930.x| journal=Ibis| url=http://www.archive.org/stream/ibis63brit#page/336/mode/1up| volume=18| issue=3| pages= 336–357| year=1876}}</ref>
 
১৮৬৫ সালে তিনি অবসর গ্রহণ করেন এবং [[চ্যানেল দ্বীপপুঞ্জ|চ্যানেল দ্বীপপুঞ্জে]] স্থায়ী হন। ১৮৭০ সালে চোখের প্রদাহে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারান। ''ইলাস্ট্রেশন অফ ইন্ডিয়ান অর্নিথোলজি'' নামক একটি বইয়ের উপর তিনি কাজ করছিলেন, দৃষ্টিশক্তি হারানোর ফলে তাঁর এ কাজ বন্ধ হয়ে যায়। মৃত্যুর আগে তাঁর এ অসমাপ্ত কাজটি তিনি [[জ্যুলজিক্যাল সোসাইটি অব লন্ডন|জ্যুলজিক্যাল সোসাইটি অব লন্ডনে]] দান করে যান। [[চেল্টেনহ্যাম|চেল্টেনহ্যামে]] ১৮৭৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
 
==তথ্যসূত্র==