ফ্রেঞ্চ ওপেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.7.2+) (বট পরিবর্তন করছে: arz:بطولة فرنسا المفتوحه
Rimon.buet (আলোচনা | অবদান)
৪৫ নং লাইন:
 
== সারফেসের বৈশিষ্ট্য ==
ক্লে কোর্ট বলের গতি কমিয়ে দেয় এবং গ্রাস ও হার্ডকোর্টের তুলনায় বল বেশি বাউন্স করে । একারণে ক্লে কোর্টে বড় সার্ভ ও সার্ভ থেকে ভলি খেলার সুবিধাগুলো থাকে না । ফলে সার্ভকেন্দ্রিক খেলোয়াড়দের এই সারফেসে বেশ প্রতিদ্বন্দিতার সম্মুখীন হতে হয় । উদাহরণ হিসেবে বলা যায়, [[পিট সাম্প্রাস]], যিনি ১৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এবং সার্ভের জন্য বিখ্যাত, কখনো ফ্রেঞ্চ ওপেন জিততে পারেন নি এমনকি ফাইনালেও উঠতে পারেন নি । একইভাবে, [[জন ম্যাকেনরো]] এবং [[ভেনাস উইলিয়ামস]](যাঁরা কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন), [[স্টিফেন এডবার্গ]], [[বরিস বেকার]], [[মার্টিনা হিঙ্গিস]], এবং [[লিন্ডসে ডেভেনপোর্ট]] এবং [[মারিয়া শারাপোভা]] কখনোই ফ্রেঞ্চ ওপেন জিততে পারেন নি।
অন্যদিকে, যেসব খেলোয়াড় ধীর গতির সারফেসে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন যেমন [[বিয়ন বোর্গ]], [[ইভান লেন্ডল]], [[রাফায়েল নাদাল]] এবং [[ম্যাটস উইল্যান্ডার]] এয়এই টুর্নামেন্টে বেশ সাফল্য পেয়েছেন । টেনিস ইতিহাসে দ্রুতগতির গ্রাস কোর্টে খেলা খেলোয়াড়দের মধ্যে যাঁরা ফ্রেঞ্চ ওপেন(ক্লে কোর্ট) ও উইমবল্ডন(গ্রাস কোর্ট) দুই টুর্নামেন্টই জিতেছেন তাঁরা হলেন [[রড লেভার]], [[জান কোডস]], [[বিয়ন বোর্গ]], [[আন্দ্রে আগাসি]], [[রাফায়েল নাদাল]] এবং [[রজার ফেদেরার]] ।
 
== প্রাইজ মানি ==