লীলা মজুমদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''লীলা মজুমদার''' (জন্ম [[ফেব্রুয়ারি ২৬|২৬শে ফেব্রুয়ারী]] [[১৯০৮]]) একজন ভারতীয় বাঙালি লেখিকা যিনি এবছরে জীবনের শতবর্ষে পা রাখলেন। তিনি [[কলকাতা|কলকাতার]] রায় পরিবারের প্রমদারঞ্জন রায় ও সুরমাদেবীর সন্তান। তাঁর জন্ম রায়চৌধুরী পরিবারের গড়পাড় রোডের বাড়িতেই হয়। [[উপেন্দ্রকিশোর রায়চৌধুরী]] (যাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়) ছিলেন প্রমদারঞ্জনের ভাই এবং লীলার কাকু। সেইসূত্রে লীলা মজুমদার হলেন [[সুকুমার রায়|সুকুমার রায়ের]] খুড়তুতো বোন এবং [[সত্যজিৎ রায়|সত্যজিৎ রায়ের]] পিসি।
 
লীলার বাল্যজীবন কাটে [[শিলং|শিলংএশিলঙে]] যেখানকার লরেটো কনভেন্টে তিনি পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী পরীক্ষায় তিনি ইংরাজীতে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। তিনি অনেক বাংলা গল্প, প্রবন্ধ ও উপন্যাসের রচনা করে অনেক পুরস্কার ও সম্মান লাভ করেন। তিনি অনেক শিক্ষামূলক রচনা ও রম্যরচনা ইংরাজী থেকে বাংলায় অনুবাদও করেন।
 
তাঁর প্রথম গল্প লক্ষীছাড়া ১৯২২ সালে [[সন্দেশ (পত্রিকা)|সন্দেশ]] পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৬১ সালে সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকা পনর্জীবিত করলে তিনি ১৯৬৩ থেকে ১৯৯৪ অবধি সাম্মানিক সহ-সম্পাদক হিসাবে পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন, ১৯৯৪-এ তাঁর স্বাস্থের অবনতির জন্য অবসর নেন।
১১ নং লাইন:
*সব ভুতুড়ে
 
তাঁরপাকদণ্ডী আত্মজীবনীনামে পাকদণ্ডীতেলেখা তাঁর আত্মজীবনীতে তাঁর [[শিলং|শিলঙে]] ছেলেবেলা, শান্তিনিকেতন ও অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে তাঁর কাজকর্ম, এবংরায়চৌধুরী পরিবারের নানা মজার ঘটনাবলী ও বাংলা সাহিত্যের মালঞ্চে তাঁর দীর্ঘ পরিভ্রমণের কথা বর্ণিত হয়েছে।
 
==পুরস্কার ও সম্মাননা==
*আনন্দ পুরস্কার