আইইউসিএন লাল তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিভাগ
Suvray (আলোচনা | অবদান)
চমৎকার! অভিনন্দন - খালেদ!!
৩৯ নং লাইন:
| main_organ = <!-- gral. assembly, board of directors, etc -->
| parent_organization = [[আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ]] ([[আইইউসিএন]])
| affiliations = [[স্পিসিসস্পিশিজ সার্ভাইভাল কমিশন]], [[বার্ডলাইফ ইন্টারন্যাশনাল]], [[কনজারভেশন ইন্টারন্যাশনাল]], [[নেচারসার্ভ]], [[বোটানিক গার্ডেনস কনজারভেশন ইন্টারন্যাশনাল]], [[রয়েল বোটানিক গার্ডেনস]], [[টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি]], [[সেপিয়েনজা ইউনিভার্সিটি অব রোম]], [[জুলজিক্যালজ্যুলজিক্যাল সোসাইটি অব লন্ডন]], [[ওয়াইল্ডস্ক্রিন]]
| budget =
| num_staff =
৪৭ নং লাইন:
| former name =
}}
 
{{conservation status}}
'''আইইউসিএন লাল তালিকা''' ({{lang-en|[[:en:IUCN Red List|IUCN Red List]] বা IUCN Red List of Threatened Species}}) ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিশ্বের অধিকাংশ জীবের বর্তমান অবস্থা ও আনুষাঙ্গিক তথ্য সংবলিত একটি তালিকাবিশেষ। এ তালিকার মাধ্যমে প্রত্যেক প্রজাতির বর্তমান অবস্থা কিংবা বিলুপ্তির সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। এ প্রক্রিয়াপ্রক্রিয়াটি [[:en:Conservation status|সংরক্ষণ অবস্থা]] (Conservation status) নামে পরিচিত। [[আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ]] বা [[আইইউসিএন|আইইউসিএনের]] সাথে প্রতিবছর এটি একত্রে তালিকা প্রকাশ করে।
[[File:IUCN Red List 2007.svg|thumb|right|400px|২০০৭ সালের আইইউসিএন লাল তালিকায় বিভিন্ন ধরণের জীবের বিপদগ্রস্ততার শতকরা হার: {{colorbox|#CD3031}}{{nbsp}}[[মহাবিপন্ন]], {{colorbox|#CD6531}}{{nbsp}}[[বিপন্ন প্রজাতি]] এবং {{colorbox|#D59D00}}{{nbsp}}[[সংকটাপন্ন]]]]
'''আইইউসিএন লাল তালিকা''' ({{lang-en|[[:en:IUCN Red List|IUCN Red List]] বা IUCN Red List of Threatened Species}}) ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত বিশ্বের অধিকাংশ জীবের বর্তমান অবস্থা ও আনুষাঙ্গিক তথ্য সংবলিত একটি তালিকাবিশেষ। এ তালিকার মাধ্যমে প্রত্যেক প্রজাতির বর্তমান অবস্থা কিংবা বিলুপ্তির সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। এ প্রক্রিয়া [[সংরক্ষণ অবস্থা]] (Conservation status) নামে পরিচিত। [[আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ]] বা [[আইইউসিএন|আইইউসিএনের]] সাথে প্রতিবছর এটি একত্রে তালিকা প্রকাশ করে।
 
কোন কারণে নির্দিষ্ট কোন [[প্রজাতি]] বা [[উপপ্রজাতি]] বিলুপ্তির সম্মুখীন হলে তা নিরূপণে সঠিক মানদণ্ড প্রয়োগ করা হয়। এ মানদণ্ড বিশ্বের সকল দেশে, সকল স্থানে একই রকম হয়ে থাকে। এ তালিকা প্রণয়নের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে সচেতন করা ও নির্দিষ্ট প্রজাতিটির আশু বিলোপনের হুমকিজনিত সমস্যা থেকে উত্তরণ ঘটানো। [[রাজনীতি|রাজনীতিবিদগণও]] এ বিষয়ে [[সচেতনতা|সচেতন]] হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করেন যাতে প্রজাতিটির বিলুপ্তি না ঘটিয়ে স্বার্থকভাবে সংরক্ষণ করা যায়।
 
আইইউসিএন লাল তালিকার কিছু নীতি-নির্ধারক [[সংগঠন]] আছে। এ সকল নির্ধারক সংগঠন নির্ধারণ করে দেয় যে, কোন প্রজাতিটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। এসব সংগঠনের মধ্যে [[বার্ডলাইফ ইন্টারন্যাশনাল]], [[ইন্সটিটিউট অব জ্যুলজি]] ([[জ্যুলজিক্যাল সোসাইটি অব লন্ডন|জ্যুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের]] গবেষণা শাখা), [[ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার]] এবং [[আইইউসিএন স্পিশিজ সারভাইভাল কমিশন|আইইউসিএন স্পিশিজ সারভাইভাল কমিশনের]] অন্তর্গত বহু বিশেষজ্ঞ দল অন্যতম। প্রকৃতপক্ষে আইইউসিএন লাল তালিকার প্রায় অর্ধেক প্রজাতির তালিকাভুক্তি এসব সংগঠনের মাধ্যমেই হয়েছে।
 
আইইউসিএন-এর লক্ষ্য হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তালিকাভুক্ত প্রতিটি প্রজাতির অবস্থা মূল্যায়ন করা। আর তা সম্ভব না হলে দশ বছর অন্তর অন্তর মূল্যায়ন করা। এ মূল্যায়ন সংগঠিত হয় বিভিন্ন সংগঠন ও দলের মাধ্যমে। এসব সংগঠন বা দল নির্দিষ্ট কোন প্রজাতি বা নির্দিষ্ট কোন [[বর্গ (জীববিদ্যা)|বর্গ]] মূল্যায়নের জন্য দায়ী থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, সমগ্র [[পাখি|পক্ষীবর্গ]] মূল্যায়নের দায়িত্ব কেবলকেবলমাত্র [[বার্ডলাইফ ইন্টারন্যাশনালের।ইন্টারন্যাশনাল|বার্ডলাইফ ইন্টারন্যাশনালের]] উপর বর্তেছে।<ref>{{Cite web |url=http://www.iucnredlist.org/about/red-list-overview#redlist_authorities |title=Red List Overview |work=IUCN Red List |publisher=[[International Union for Conservation of Nature]] |accessdate=20 June 2012}}</ref>
 
== ১৯৯৭ লাল তালিকাভূক্ত বিপদগ্রস্ত উদ্ভিদ ==
আইইউসিএন-এর লক্ষ্য হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তালিকাভুক্ত প্রতিটি প্রজাতির অবস্থা মূল্যায়ন করা। আর তা সম্ভব না হলে দশ বছর অন্তর অন্তর মূল্যায়ন করা। এ মূল্যায়ন সংগঠিত হয় বিভিন্ন সংগঠন ও দলের মাধ্যমে। এসব সংগঠন বা দল নির্দিষ্ট কোন প্রজাতি বা নির্দিষ্ট কোন [[বর্গ (জীববিদ্যা)|বর্গ]] মূল্যায়নের জন্য দায়ী থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, সমগ্র [[পাখি|পক্ষীবর্গ]] মূল্যায়নের দায়িত্ব কেবল বার্ডলাইফ ইন্টারন্যাশনালের।<ref>{{Cite web |url=http://www.iucnredlist.org/about/red-list-overview#redlist_authorities |title=Red List Overview |work=IUCN Red List |publisher=[[International Union for Conservation of Nature]] |accessdate=20 June 2012}}</ref>
[[File:IUCN Red List 2007.svg|thumb|right|400px250px|২০০৭ সালের আইইউসিএন লাল তালিকায় বিভিন্ন ধরণের জীবের বিপদগ্রস্ততার শতকরা হার: {{colorbox|#CD3031}}{{nbsp}}[[মহাবিপন্ন]], {{colorbox|#CD6531}}{{nbsp}}[[বিপন্ন প্রজাতি]] এবং {{colorbox|#D59D00}}{{nbsp}}[[সংকটাপন্ন]]]]
পূর্বে প্রাক-যোগ্যতাভিত্তিক লাল তালিকায় বিপদগ্রস্ত [[উদ্ভিদ|উদ্ভিদের]] তালিকা ১৯৯৭ সালে অন্তর্ভূক্ত করা হয়েছিল। কিন্তু বর্তমান লাল তালিকায় উদ্ভিদকূলকে তালিকা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।
 
== বিভাগ ==
 
আইইউসিএন লাল তালিকায় প্রজাতিসমূহের জন্য মোট নয়টি বিভাগ রয়েছে। মোট জনসংখ্যা, জনসংখ্যা হ্রাসের হার, তুল্য জনসংখ্যা, ভৌগোলিক বিস্তৃতি, বিস্তৃতিতে বিচ্ছিন্নতা ইত্যাদি নানা বিষয়ের উপর ভিত্তি করে কোন প্রজাতিটি কোন বিভাগের অন্তর্ভুক্ত হবে তা নির্ণয় করা হয়।
 
* [[বিলুপ্ত]] (Extinct, EX): জানামতে আর কোন সদস্য বেঁচে নেই।
* [[বন্য পরিবেশে বিলুপ্ত]] (Extinct in the Wild, EW): বন্য পরিবেশে এদের আর কোন সদস্য নেই। হয় কোন আবদ্ধ পরিবেশে অথবা তাদের ঐতিহাসিকমূল আবাসস্থল থেকে অন্য কোথাও এসব প্রজাতির শেষ বংশধরেরা অবস্থান করছে।
* [[মহাবিপন্ন]] (Critically Endangered, CR): প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাওয়ারযাবার সর্বোচ্চ ও স্পষ্ট সম্ভাবনা রয়েছে।
* [[বিপন্ন প্রজাতি|বিপন্ন]] (Endangered, EN): প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাওয়ারযাবার সম্ভাবনা রয়েছে।
* [[সংকটাপন্ন]] (Vulnerable, VU): প্রকৃতিতে বিপন্ন হওয়ারহয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
* [[প্রায়-বিপদগ্রস্ত]] (Near Threatened, NT): নিকট ভবিষ্যতে [[বিপদগ্রস্ত]] হওয়ারহয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
* [[ন্যূনতম বিপদগ্রস্ত]] (Least Concern, LT): সবচেয়ে কম বিপদগ্রস্ত; সহজেই দেখা যায় ও ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিগুলো এই বিভাগের অন্তর্গত।
* [[:en:Data Deficient|অপ্রতুল-তথ্য]] (Data Deficient, DD): কোন বিভাগে পড়বে তা মূল্যায়ন করার মত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নেই।
* [[মূল্যায়িত নয়]] (Not Evaluated, NE): আইইউসিএন কর্তৃক এখনও মূল্যায়িত হয়নি।<ref>[http://www.iucn.org/about/work/programmes/species/our_work/the_iucn_red_list/ IUCN About the IUCN Red List]</ref>
 
আনুষ্ঠানিকভাবে তিনটি বিভাগকে একত্রে [[:en:Threatened|বিপদগ্রস্ত]] বলা হয়। বিভাগ তিনটি হল: মহাবিপন্ন, বিপন্ন ও সংকটাপন্ন।সঙ্কটাপন্ন।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
== গ্রন্থপঞ্জী ==
==গ্রন্থপঞ্জি==
*Hilton-Taylor, C. [http://www.bdnj.org/pdf/IUCNRedListHistory.pdf A history of the IUCN DATA Book and Redlist] .Retrieved 2012-5-11.
*IUCN Red List of Threatened Species, 2009. [http://www.iucnredlist.org/about/summary-statistics Summary Statistics]. Retrieved 2009-12-19.
৮৫ ⟶ ৮৭ নং লাইন:
*Sharrock, S. and Jones, M. 2009. [http://www.bgci.org/files/Worldwide/Publications/euro_report.pdf Conserving Europe's threatened plants] – Report on the lack of a European Red List and the creation of a consolidated list of the threatened plants of Europe. Retrieved 2011-03-23.
 
== বহিঃসংযোগ ==
*[http://www.iucnredlist.org IUCN Red List]
*[http://www.teebweb.org/ The Economics of Ecosystems and Biodiversity (TEEB) study]