আইইউসিএন লাল তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
বিভাগ
৫৭ নং লাইন:
 
আইইউসিএন-এর লক্ষ্য হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তালিকাভুক্ত প্রতিটি প্রজাতির অবস্থা মূল্যায়ন করা। আর তা সম্ভব না হলে দশ বছর অন্তর অন্তর মূল্যায়ন করা। এ মূল্যায়ন সংগঠিত হয় বিভিন্ন সংগঠন ও দলের মাধ্যমে। এসব সংগঠন বা দল নির্দিষ্ট কোন প্রজাতি বা নির্দিষ্ট কোন [[বর্গ (জীববিদ্যা)|বর্গ]] মূল্যায়নের জন্য দায়ী থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, সমগ্র [[পাখি|পক্ষীবর্গ]] মূল্যায়নের দায়িত্ব কেবল বার্ডলাইফ ইন্টারন্যাশনালের।<ref>{{Cite web |url=http://www.iucnredlist.org/about/red-list-overview#redlist_authorities |title=Red List Overview |work=IUCN Red List |publisher=[[International Union for Conservation of Nature]] |accessdate=20 June 2012}}</ref>
 
==বিভাগ==
 
আইইউসিএন লাল তালিকায় প্রজাতিসমূহের জন্য মোট নয়টি বিভাগ রয়েছে। মোট জনসংখ্যা, জনসংখ্যা হ্রাসের হার, তুল্য জনসংখ্যা, ভৌগোলিক বিস্তৃতি, বিস্তৃতিতে বিচ্ছিন্নতা ইত্যাদি নানা বিষয়ের উপর ভিত্তি করে কোন প্রজাতিটি কোন বিভাগের অন্তর্ভুক্ত হবে তা নির্ণয় করা হয়।
 
* [[বিলুপ্ত]] (Extinct, EX): জানামতে আর কোন সদস্য বেঁচে নেই।
* [[বন্য পরিবেশে বিলুপ্ত]] (Extinct in the Wild, EW): বন্য পরিবেশে এদের আর কোন সদস্য নেই। হয় কোন আবদ্ধ পরিবেশে অথবা তাদের ঐতিহাসিক আবাসস্থল থেকে অন্য কোথাও এসব প্রজাতির শেষ বংশধরেরা অবস্থান করছে।
* [[মহাবিপন্ন]] (Critically Endangered, CR): প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাওয়ার সর্বোচ্চ ও স্পষ্ট সম্ভাবনা রয়েছে।
* [[বিপন্ন প্রজাতি|বিপন্ন]] (Endangered, EN): প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
* [[সংকটাপন্ন]] (Vulnerable, VU): প্রকৃতিতে বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
* [[প্রায়-বিপদগ্রস্ত]] (Near Threatened, NT): নিকট ভবিষ্যতে [[বিপদগ্রস্ত]] হওয়ার ঝুঁকিতে রয়েছে।
* [[ন্যূনতম বিপদগ্রস্ত]] (Least Concern, LT): সবচেয়ে কম বিপদগ্রস্ত; সহজেই দেখা যায় ও ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিগুলো এই বিভাগের অন্তর্গত।
* [[অপ্রতুল-তথ্য]] (Data Deficient, DD): কোন বিভাগে পড়বে তা মূল্যায়ন করার মত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নেই।
* [[মূল্যায়িত নয়]] (Not Evaluated, NE): আইইউসিএন কর্তৃক এখনও মূল্যায়িত হয়নি।<ref>[http://www.iucn.org/about/work/programmes/species/our_work/the_iucn_red_list/ IUCN About the IUCN Red List]</ref>
 
আনুষ্ঠানিকভাবে তিনটি বিভাগকে একত্রে [[বিপদগ্রস্ত]] বলা হয়। বিভাগ তিনটি হল: মহাবিপন্ন, বিপন্ন ও সংকটাপন্ন।
 
== তথ্যসূত্র ==