আইইউসিএন লাল তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সৃষ্ট!
 
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন:
'''আইইউসিএন লাল তালিকা''' ({{lang-en|IUCN Red List}}) হুমকির সম্মুখীন বিভিন্ন [[প্রজাতি|প্রজাতির]] [[উদ্ভিদ]] ও [[পাখি|পাখির]] একটি [[তালিকা|তালিকাবিশেষ]]। এ তালিকার মাধ্যমে প্রত্যেক প্রজাতির বর্তমান অবস্থা কিংবা বিলুপ্তির সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারনা পাওয়া যায়। এ প্রক্রিয়া সংরক্ষিত অবস্থা নামে পরিচিত। [[আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ]] বা [[আইইউসিএন|আইইউসিএনের]] সাথে প্রতিবছর এটি একত্রে তালিকা প্রকাশ করে।
 
কোন কারণে নির্দিষ্ট কোন প্রজাতি বিলুপ্তির সম্মুখীন হলে তা নিরূপণে সঠিক মানদণ্ড প্রয়োগ করা হয়। এ মানদণ্ড বিশ্বের সকল দেশে, সকল স্থানে একইরূপ হয়ে থাকে। এ তালিকা প্রণয়নের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে সচেতন করা ও নির্দিষ্ট প্রজাতিটির আশু বিলোপনের হুমকিজনিত সমস্যা থেকে উত্তরণ ঘটানো। [[রাজনীতি|রাজনীতিবিদগণও]] এ বিষয়ে [[সচেতনতা|সচেতন]] হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করেন যাতে প্রজাতিটির বিলুপ্তি না ঘটিয়ে স্বার্থকভাবে সংরক্ষণ করা যায়।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
[[en:IUCN Red List]]