গৃহযুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
ফলাফল
৫ নং লাইন:
* [[রাষ্ট্র|রাষ্ট্রের]] [[নেতৃত্ব]] গ্রহণ কিংবা দেশ পরিচালনা পদ্ধতি বিষয়ে বিভিন্ন দলের মধ্যে মতানৈক্যে ঘটলে গৃহযুদ্ধ ঘটে। দু'টি [[রাজনৈতিক দল|রাজনৈতিক দলের]] মধ্যে কোন একটি দল যদি [[নির্বাচন|নির্বাচনের]] ফলাফল মেনে না নেয় কিংবা দু'দলের মধ্যে কোনরূপ [[চুক্তি]] সম্পাদন না হয়, তাহলেও তা গৃহযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।<ref>{{cite news|last=Wong|first=Edward|title=A Matter of Definition: What Makes a Civil War, and Who Declares It So?|url=http://www.nytimes.com/2006/11/26/world/middleeast/26war.html?pagewanted=all|accessdate=March 12, 2012|newspaper=[[The New York Times]]|date=November 26, 2006}}</ref>
* এক দলভূক্ত জনগোষ্ঠী [[ভাষা]], [[সংস্কৃতি]] ইত্যাদিতে ভিন্নতাজনিত কারণে যদি দেশের অবিচ্ছেদ্য অংশ হতে ইচ্ছা প্রকাশ না করে তাহলেও গৃহযুদ্ধ হতে পারে। এ ধরনের যুদ্ধ [[বিচ্ছিন্নতাবাদ]] নামে পরিচিত। তখন তারা দেশ বিভাজন করে নতুন একটি [[স্বাধীন দেশ|স্বাধীন দেশের]] জন্যে গৃহযুদ্ধে সম্পৃক্ত হয়। খুব কমসংখ্যক জাতীয় নেতৃবৃন্দ এতে অংশ নিতে পারেন। অধিকাংশ [[জাতীয় নেতা|জাতীয় নেতা-ই]] দেশ বিভাজনে অংশ নিতে চান না যার ফলশ্রুতিতে অনিবার্য্যভাবে তা গৃহযুদ্ধের আকারে মোড় নেয়।
 
কখনো কখনো দলভূক্ত জনগোষ্ঠী সম্পূর্ণ নতুন দেশ তৈরীতে আগ্রহী নন। কিন্তু তারা তাদের [[অধিকার|অধিকারবোধ]] ও [[দাবী|দাবী-দাওয়া]] আদায়ের লক্ষ্যে এ সংক্রান্ত বিষয়ে দেশ পরিচালনা পদ্ধতিতে সম্পৃক্ত হতে চান। এ ধরনের গৃহযুদ্ধ মূলতঃ দেশের অভ্যন্তরে বিভিন্ন [[আঞ্চলিক দল|আঞ্চলিক দলের]] মধ্যে সীমাবদ্ধ।
 
== ফলাফল ==
দু'দেশের মধ্যেকার সাধারণ যুদ্ধের তুলনায় গৃহযুদ্ধে শুধুই প্রাণনাশ এবং ক্ষয়-ক্ষতি হয়। স্বল্পসময় থেকে শুরু করে দীর্ঘ মেয়াদে অনেক বছর পর্যন্ত গৃহযুদ্ধ চলতে পারে। এর কারণ সম্ভবতঃ গৃহযুদ্ধ খুব দ্রুত জটিলতর হয়ে পড়ে এবং [[মতভেদ|মতভেদজনিত]] পার্থক্যতা। দুই পক্ষের মধ্যে এ যুদ্ধের সূচনা ঘটলেও পরবর্তীতে বিভিন্ন দল, উপ-দলের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটি দল একে-অপরের বিরুদ্ধে [[আধিপত্য]] বিস্তারে অগ্রসর হয়। যে-সকল দল গৃহযুদ্ধে সম্পৃক্ত নয়, তারাও উভয় পক্ষ থেকে আক্রান্ত হবার [[ভয়|ভয়ে]] [[অস্ত্রশস্ত্র]] মজুত রাখে।
 
বিভিন্ন দেশ, [[আন্তর্জাতিক সংস্থা]] কিংবা [[সরকার]] পক্ষ থেকে [[শান্তি চুক্তি|শান্তি চুক্তির]] মাধ্যমে কখনো কখনো গৃহযুদ্ধের সমাপ্তি হয়ে থাকে।
 
== তথ্যসূত্র ==