জলচর পাখি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:জলচর পাখি যোগ হটক্যাটের মাধ্যমে
+
১ নং লাইন:
{{multiple image
[[File:Waders in flight Roebuck Bay.jpg|thumb|260px|জলচর পাখির ঝাঁক]]
| direction = vertical
| width =150
| image1 =Blue-footed Booby (Sula nebouxii) -feet.jpg
| caption1 =
| image2 =Füße eines Chile-Flamingo Zoo Landau.JPG
| caption2 =
| image3 =Blaesshuhn-1.jpg
| caption3 =
| image4 =Purple Swamphen (Porphyrio porphyrio) near Hodal W3 IMG 6606.jpg
| caption4 =
| image5 =Fuß eines Coscorobaschwans.JPG
| caption5 =জলচর পাখিদের পায়ের গঠন এদের পানিতে সহজে চলাচল করতে সহায়তা করে
}}
'''জলচর পাখি''' ({{lang-en|[[:en:Water bird|Water bird]]}}), '''জলজ পাখি''' বা '''জলার পাখি''' বলতে সেসব [[পাখি|পাখিকেই]] বোঝায় যারা পানিতে বা পানির আশেপাশে বসবাস করে। জলে চরে বেড়ায় বলে এরা জলচর পাখি। এ সকল পাখি তাদের জীবনধারণের জন্য আংশিক বা পুরোপুরি পানির উপর নির্ভরশীল। পানি ছাড়া আসলে কোন প্রাণীই বাঁচতে পারে না; কিন্তু জলচর পাখিদের জীবনচক্রে পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেশিরভাগ জলচর পাখিরা স্বাদুপানির জলাশয়ে বা তার আশেপাশে বিচরণ করে। লোনা পানিতে, অর্থাৎ সমুদ্র, মোহনা, খাঁড়ি ও সামুদ্রিক দ্বীপে বসবাসকারী পাখির পরিমান কম নয়। জলচর পাখিদের পানির উপর নির্ভরশীলতায় পার্থক্য দেখা যায়। এই পার্থক্য সৃষ্টি হয়েছে মূলত তাদের পরিবেশে পানির লভ্যতার উপর।
[[File:Waders in flight Roebuck Bay.jpg|thumb|260px|জলচর পাখির ঝাঁক]]
 
জলচর পাখিদের দৈহিক গঠন পানিতে বসবাসের উপযোগী। এদের পা, পায়ের পাতা, পালকের বিন্যাস ও গঠন পানি, জলজ পরিবেশ ও কাদায় চলাচলের উপযোগী। এদের ঠোঁট জলজ খাদ্য সংগ্রহ ও গলাধঃকরণের উপযোগী। এরা খুব সহজেই পানিতে ভেসে থাকতে পারে বা চলাফেরা করতে পারে; এমনকি পানিতে অনেকদূর ডুবও দিতে পারে। এসব ক্ষমতা প্রজাতিভেদে কমবেশি সব জলচর পাখিতেই দেখা যায়। খাদ্যের জন্য জলচর পাখিরা বহুলাংশে পানির উপর নির্ভরশীল। সে হিসাবে [[মাছমুরাল]] ও [[সিন্ধুঈগল|সিন্ধুঈগলদেরও]] জলজ পাখি হওয়ার কথা। কিন্তু এদের বিশেষ দৈহিক গঠন ও স্বভাবের জন্য এরা জলজ পাখিদের আওতায় পড়ে না। এরা [[শিকারী পাখি]]।
 
জলচর পাখিরা জীবনধারণের জন্য জলের উপর নির্ভরশীল। তাই বলে এরা যে সবসময়ই পানিতে থাকে তা নয়। বহু জলচর পাখি তাদের জীবনের বেশিরভাগ সময় ভূমিতে, গাছের ডালে বা আকাশে উড়ে উড়ে কাটিয়ে দেয়। বেশিরভাগ জলচর পাখি মাটিতে বা গাছে বাসা বানায়, ডিম পাড়ে, ছানা তোলে। বাসা অবশ্য পানির খুব কাছে হয়। খুব কম সংখ্যক জলজ পাখি পানিতে বাসা করে (যেমন: [[ডুবুরি (পাখি)|ডুবুরি]])।
 
{{পাখি-অসম্পূর্ণ}}
 
[[বিষয়শ্রেণী:জলচর পাখি]]