বার্ডলাইফ ইন্টারন্যাশনাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
+
১২ নং লাইন:
==ইতিহাস==
[[যুক্তরাষ্ট্র|মার্কিন]] [[পক্ষীবিদ]] [[টমাস গিলবার্ট পিয়ারসন]] ও [[জাঁ থিওডর দেলাক্যঁ]] ১৯২২ খ্রিস্টাব্দে বার্ডলাইফ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন। তখন সংস্থাটির নাম ছিল ''ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর বার্ড প্রিজারভেশন''। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] পরে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৮৩ খ্রিস্টাব্দে সংস্থাটি পুনরায় চালু হয় এবং ১৯৯৩ খ্রিস্টাব্দে সংস্থাটির নাম পরিবর্তন করে রাখা হয় বার্ডলাইফ ইন্টারন্যাশনাল।
 
==কার্যক্রম==
বার্ডলাইফ ইন্টারন্যাশনালের সংরক্ষণ কার্যক্রম কয়েকটি অঞ্চলে বিভক্ত। অঞ্চলগুলো হল- [[আফ্রিকা]], আমেরিকা ([[উত্তর আমেরিকা]] ও [[দক্ষিণ আমেরিকা]] একসাথে), [[ইউরোপ]] ও [[মধ্য এশিয়া]], [[মধ্যপ্রাচ্য]], [[এশিয়া]], [[প্রশান্ত মহাসাগর]] ও [[ক্যারিবিয়ান]]। প্রতিটি অঞ্চলে সংস্থাটির নিজস্ব কিছু কার্যক্রম চালু রয়েছে।
 
==পত্রিকা==
বার্ডলাইফ ইন্টারন্যাশনাল ''ওয়ার্ল্ড বার্ডওয়াচ'' নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করে। পত্রিকাটিতে বিশ্বে পাখিদের সংরক্ষণ, আবাস, বিভিন্ন প্রজাতির পাখি সম্পর্কে নতুন ও সাম্প্রতিক তথ্যাবলী তুলে ধরা হয়।
 
==বহিঃসংযোগ==