রূপা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AvocatoBot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: chr:ᎠᏕᎸ ᎤᏁᎦ
Suvray (আলোচনা | অবদান)
মূল্যমান
১ নং লাইন:
{{Unreferenced|date=২০১১}}
{{Elementbox_header | number=47 | symbol=Ag | name=রূপা | left=[[প্যালাডিয়াম]] | right=[[ক্যাডমিয়াম]] | above=[[তামা|Cu]] | below=[[সোনা|Au]] | color1=#ffc0c0 | color2=black }}
{{Elementbox_series | [[transition metal]]s }}
৬৫ ⟶ ৬৪ নং লাইন:
{{Elementbox_footer | color1=#ffc0c0 | color2=black }}
 
'''রুপা''' ({{lang-en|Silver}}) একটি মৌলিক পদার্থ। এর পারমাণবিক সংখ্যা - ৪৭।
 
== নামকরণ ==
[[এশিরিয়া|এশিরীয়]] শব্দ "serpu" কিংবা [[গথ জাতি|গথ জাতির]] ভাষায় "silbur" থেকে সিলভার শব্দটি এসেছে যা রুপা বা রৌপ্যের ইংরেজি প্রতিশব্দ। সিলভারের বৈজ্ঞানিক নাম ''আর্জেন্টাম'' (argentum) শব্দটি [[লাতিন]] যা সম্ভবত সংস্কৃত শব্দ আর্জেন্টা থেকে এসেছে। সংস্কৃত ভাষায় আর্জেন্টা শব্দের অর্থ "আলোর মত সাদা"।
 
== আবিষ্কারের ইতিহাস ==
৭৬ ⟶ ৭৫ নং লাইন:
 
টাকা তৈরীতে সোনার সাথে সাথে রুপাও ব্যবহৃত হতো। রুপার দাম সোনার চেয়ে বেশী হওয়া সত্ত্বেও একসময় তা কমতে থাকে। [[১৮৭৪]] সালে সোনা ও রুপার দামের অনুপাত এসে দাঁড়ায় ১:১৫.৫ এ। [[অস্ট্রেলিয়া|অস্ট্রেলিয়ায়]] রুপার সঞ্চ আবিষ্কারের ফলে এই অনুপাত এসে দাঁড়ায় ১:৪৬ এ। [[১৮১৬]] সালে ইংল্যান্ডে [[দ্বিধাতুমান]] পদ্ধতি (সোনা-রুপা একসাথে ব্যবহার করে অর্থের মূল্যমান নির্ণয়ের পদ্ধতি) বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য দেশও এই পদ্ধতি পরিত্যাগ করে। রাশিয়ার দু’টি মুদ্রার নাম [[রুবল]] এবং [[কোপেইকা]]। এদের নামকরণের ইতিহাসের সাথে রুপা জড়িত। ত্রয়োদশ শতাব্দীতে রাশিয়ার কিয়েভানে রুবল ব্যবহার করা হতো। এটি ছিল প্রকৃতপক্ষে একটি ২০০ গ্রাম ভরের ঢালাইকৃত দণ্ড। রুপার একটি বৃহৎ দণ্ড ঢালাই করে এটি তৈরি করা হতো। এরপর একে ফালি ফালি করে কেটে মুদ্রা বানানো হতো। [[রুশ ভাষা|রুশ ভাষায়]] "রুবিত" শব্দের অর্থ ফালি ফালি করে কাটা। "কোপেক" শব্দটি এসেছে আরও পরে। [[১৫৩৪]] খ্রিস্টাব্দে মুদ্রার গায়ে বর্শা হাতে এক অশ্বারোহীর ছবি ছাপা হয়। রুশ ভাষায় কোপেও মানে বর্শা। সেখান থেকেই এসেছে কোপেইকা।
 
== মূল্যমান ==
১ আগস্ট, ২০১২ সালের বাজার দর অনুযায়ী প্রতি ট্রয় আউন্স সমপরিমাণের রূপার দাম ছিল $২৭.৫০ মার্কিন ডলার।<ref>[http://www.bloomberg.com/markets/commodities/futures/ Commodity Futures Online Trading]. Bloomberg. Retrieved on 2012-08-01</ref> স্বর্ণের দামের সাথে রূপার দামের অনুপাত ছিল ১:৫৮।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
{{রসায়ন-অসম্পূর্ণ}}
'https://bn.wikipedia.org/wiki/রূপা' থেকে আনীত