রৌপ্যপদক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অলিম্পিক ক্রীড়া
Suvray (আলোচনা | অবদান)
দি ওপেন চ্যাম্পিয়নশীপ
২১ নং লাইন:
{{মূল নিবন্ধ|অলিম্পিক পদক}}
 
১৮৯৬ সালের [[১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সের]] আসরে বিজয়ী বা চ্যাম্পিয়ন প্রতিযোগীদেরকে রূপার পদক প্রদান করা হয়েছিল। পরবর্তীতে ১৯০৪ সালের [[১৯০৪ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|গ্রীষ্মকালীন অলিম্পিকে]] প্রথম তিন স্থান অধিকারীকে স্বর্ণপদক, রৌপ্যপদক এবং ব্রোঞ্জপদক প্রদান করা হয়। এ ধারাটি পরবর্তীকালে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অনুসরণ করা হয়। পদক হিসেবে স্বাগতিক দেশের [[টাকশাল]] বা [[কোষাগার]] থেকে প্রদানের দায়িত্ব অর্পণ করা হয়। [[১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|১৯২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সের]] আসর থেকে শুরু করে [[১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌সের]] আসর পর্যন্ত [[ফ্লোরেন্স|ফ্লোরেন্সে]] [[জন্ম|জন্মগ্রহণকারী]] বিখ্যাত [[চিত্রকর]] ও [[ভাস্কর]] [[গিউসেপ্পি ক্যাসিওলি|গিউসেপ্পি ক্যাসিওলি'র]] অঙ্কিত চিত্রকর্মেনকশার একপার্শ্বে স্বাগতিক শহরের নাম ও অন্যপার্শ্বে অলিম্পিক চ্যাম্পিয়নের প্রতিকৃতি সম্বলিত পদকের প্রচলন ছিল। লক্ষ্যণীয় যে, ক্যাসিওলি'র অঙ্কিত নকশায় [[রোমানদের রঙ্গস্থল|রোমানদের রঙ্গস্থলের]] দৃশ্য তুলে ধরা হয়েছে যা গ্রীক নাম থেকে উদ্ভূত। উল্টো পার্শ্বের নকশা ২০০৪ সালের [[২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|এথেন্স অলিম্পিকে]] পরিবর্তিত হয়। শীতকালীন অলিম্পিকে এ পদক আরো ভিন্নতর হয়েছে।
 
== দি ওপেন চ্যাম্পিয়নশীপ ==
[[গল্ফ]] প্রতিযোগিতা হিসেবে [[ওপেন চ্যাম্পিয়নশীপ|ওপেন চ্যাম্পিয়নশীপে]] [[পেশাদার খেলোয়াড়|পেশাদার খেলোয়াড়ের]] সর্বনিম্ন স্কোর করার ফলে রৌপ্যপদক দেয়া হয়।
 
== তথ্যসূত্র ==
{{reflist}}
 
[[en:Silver medal]]