সাঁতার (ক্রীড়া): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
Suvray (আলোচনা | অবদান)
২৩ নং লাইন:
প্রায় সাত হাজার বছর পূর্বেকার চিত্রে [[প্রস্তর যুগ|প্রস্তর যুগে]] সাঁতারের দৃশ্যমালা অঙ্কিত হবার দৃশ্যমালা উপস্থাপন করা হয়েছে। গিলগামেশ, ইলিয়াড, ওডিসি, বাইবেল, বিউল্ফ এবং অন্যান্য গদ্য-কাহিনীতে সাঁতারের কথা উল্লেখ রয়েছে। ১৭৭৮ সালে জার্মান ভাষার অধ্যাপক নিকোলাস ওয়াইনম্যান ''দ্য সুইমার অর এ ডায়ালগ অন দি আর্ট অব সুইমিং'' নামক সাঁতার বিষয়ক প্রথম গ্রন্থ লিখেন।
 
১৮০০ সালের দিকে [[ইউরোপ|ইউরোপে]] প্রতিযোগিতামূলক সাঁতার বিশেষ করে [[ব্রেস্টস্ট্রোক]] ইভেন্ট চালু হয়। ১৮৭৩ সালে [[জন আর্থার ট্রুজেন]] পশ্চিমা সাঁতার প্রতিযোগিতায় স্থানীয় আমেরিকানদের বুকে হেঁটে সামনে অগ্রসর হবার দৃশ্যকে উপজীব্য করে ট্রুজেন ধারা প্রবর্তন করেন। কিন্তু ব্রিটিশগণ তা পছন্দ না করায় ট্রুডজেন কাঁচি-লাথি ধারার প্রবর্তন করেন।
 
আধুনিক অলিম্পিকে সাঁতার বিষয়ের প্রথম অন্তর্ভূক্তি ঘটে ১৮৯৬ সালের [[১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|গ্রীষ্মকালীন অলিম্পিকে]]। ১৯০২ সালে [[রিচমন্ড ক্যাভিল]] পশ্চিমা বিশ্বে ফ্রন্ট ক্রল ধারার সূচনা ঘটান। ১৯০৮ সালে [[বিশ্ব সাঁতার সংস্থা]] বা ফিনা গঠিত হয়। ১৯৩০-এর দশকে [[বাটারফ্লাই|বাটারফ্লাইয়ের]] আধুনিকায়ন ঘটে। ১৯৫২ সালে স্বতন্ত্র পদ্ধতি হিসেবে প্রচলনের পূর্ব পর্যন্ত [[ব্রেস্টস্ট্রোক|ব্রেস্টস্ট্রোকের]] ন্যায় বাটারফ্লাই সাঁতার চালু ছিল।
 
== উপকরণাদি ==