ধনুর্বিদ্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অলিম্পিক ক্রীড়া
Suvray (আলোচনা | অবদান)
৮ নং লাইন:
== অলিম্পিক ক্রীড়া ==
১৯০০ থেকে ১৯২০ সালের মধ্যে আধুনিক অলিম্পিকে ধনুর্বিদ্যা অন্তর্ভূক্ত ছিল। কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন নিয়ম-কানুন এ ক্রীড়ায় না থাকায় [[অলিম্পিক গেমস]] থেকে বাদ পড়ে যায়। ১৯৩০-এর দশকে [[আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন]] বা ফিটা গঠিত হয় ও আন্তর্জাতিক নিয়ম-কানুনের প্রবর্তন করা হয়। পরবর্তীতে ১৯৭২ সালে ব্যক্তিগত পর্যায়ে অলিম্পিকে পুণরায় অন্তর্ভূক্ত করা হয়। এরপর ১৯৮৮ সালে দলগত পর্যায়ে যুক্ত হয়। ১৯৯২ সালের প্রতিযোগিতায় এর নিয়ম-কানুন খানিকটা পরিবর্তিত হয়।
 
অলিম্পিকের আসরে শুধুমাত্র বাঁকানো ধনুক ব্যবহারের অনুমতি দেয়া হয়। ১৯৮৪ সাল থেকে [[১৯৮৪ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|লস এঞ্জেলেস অলিম্পিক]] থেকে [[দক্ষিণ কোরিয়া]] মহিলাদের ইভেন্টে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে আছে। ২০০০ সালে অনুষ্ঠিত [[২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|সিডনী অলিম্পিকের]] আসর থেকে ব্যক্তিগত পর্যায়ে [[স্বর্ণপদক]], রৌপ্যপদক ও ব্রোঞ্জপদক এবং দলীয়ভাবেও স্বর্ণপদক লাভ করেছিল। এছাড়াও তারা ২০০৪ সালে অনুষ্ঠিত [[২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|এথেন্স অলিম্পিক]], ২০০৮ সালের [[২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|বেইজিং অলিম্পিক]] এবং ২০১২ সালের [[২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক্‌স|লন্ডন অলিম্পিকে]] স্বর্ণপদক লাভ করে। <!-- তরতাজা সংবাদ --> বর্তমানে চীন, জাপান, তাইপে, ভারত প্রমূখ দেশের ক্রীড়াবিদগণ কোরিয়ার আধিপত্য রোধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
[[en:Archery]]