মোহাম্মদ আলী বগুড়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
copy edit
Ragib (আলোচনা | অবদান)
iw, reword
১ নং লাইন:
[[চিত্র:Mohammad ali bogra.jpg|left|thumb|মোহাম্মদ আলী বগুড়া]]
'''মোহাম্মদ আলী বগুড়া''' (জন্ম [[১৯০৯]]-[[১৯৬৩]]) একজন [[বাঙালি]] বংশভূতরাজনীতিবিদ। তিনি [[পাকিস্তান|পাকিস্তানের]] সাবেকপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী। হিসাবে [[১৯৫৩]] থেকে [[১৯৫৫]] পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার জন্মস্থান বগুড়া। তার পরিবার বাংলার নবাব পরিবারের সাথে সম্পর্কযুক্ত ছিল। তিনি [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ে]] লেখাপড়া করেন এবং লেখাপড়া শেষ করে রাজনীতিতে যোগ দেন। [[১৯৩৭]] তে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি [[খাজা নাজিমউদ্দিন]]-এর মন্ত্রী সভায় স্বাস্থ্য মন্ত্রী ছিলেন। [[১৯৫৩]] সালে পাকিস্তানের গভর্ণর জেনারেল [[গোলাম মোহাম্মদ]] তাকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের আমন্ত্রন জানান। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। [[১৯৫৫]] সালে পাকিস্তানের গভর্ণর জেনারেল ইস্কান্দর মির্জা তাকে পদত্যাগে বাধ্য করেন। [[১৯৬২]] সালে তিনি আবার পররাষ্ট্র মন্ত্রী হন। [[১৯৬৩]] সালে মোহাম্মদ আলী বগুড়া মৃত্যু বরণ করেন। তাকে [[বাংলাদেশ|বাংলাদেশের]] (তৎকালীন পূর্বপাকিস্তান) এর [[বগুড়া জেলা|বগুড়া জেলায়]] কবর দেওয়া হয়।
 
{{অসম্পূর্ণ}}
[[category:পাকিস্তানের প্রধানমন্ত্রী]]
 
[[en:Mohammad Ali Bogra]]