বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
উন্নয়ন চলবে
 
+
১ নং লাইন:
'''বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪''' বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|স্বাধীনতা]] পরবর্তী [[গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার]] অনুমোদিত প্রথম আইন।<ref name="banglapedia">[http://www.banglapedia.org/httpdocs/HT/W_0062.HTM Acts, Regulations and Conventions relating to wildlife], '''Wildlife''', Banglapedia: National Encyclopedia of Bangladesh.</ref> ১৯৭৩ সালের ২৭ মার্চ তৎকালীন প্রেসিডেন্ট [[শেখ মুজিবুর রহমান|শেখ মুজিবুর রহমানের]] আদেশক্রমে "বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) আদেশ, ১৯৭৩" জারি করা হয়। আদেশটি প্রেসিডেন্ট আদেশ ২৩ নামে পরিচিত। এটি ১৭ জুলাই প্রথম দফায় সংশোধন করা হয়। প্রেসিডেন্ট আদেশ ২৩ এরপর একই বছর আগস্ট মাসে জাতীয় সংসদে যায়। পরের বছর ১৯৭৪ সালে আদেশটি দ্বিতীয় দফা সংশোধিত হয় এবং '''বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইন, ১৯৭৪''' হিসেবে অনুমোদিত হয়।<ref name="কণ্ঠ">[http://www.kalerkantho.com/print_news.php?pub_no=132&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=7 বন ও বন্য প্রাণী রক্ষায় কঠোর হচ্ছে আইন], বিপ্লব রহমান, দৈনিক কালের কণ্ঠ।</ref> মূল আইনটি [[ইংরেজি ভাষা|ইংরেজি ভাষায়]] রচিত।
 
==বিবরণ==
 
বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধিত) আইনে মোট ৪৮টি বিধি (Article) এবং ৪৯টি ধারা (Clause) আর বহু উপধারা (Sub-clause) রয়েছে। এসব বিধির বলে বাংলাদেশে বসবাস ছিল বা আছে এমন সব [[বিলুপ্ত]] ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশীয় বেশিরভাগ বন্যপ্রাণী ধরা, মারা, শিকার বা আহত করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইনে এমন বিধান রয়েছে যাতে বাংলাদেশ সরকার ইচ্ছে করলে যে কোন সরকারী ও বেসরকারী অঞ্চল "[[অভয়ারণ্য|বন্যপ্রাণী অভয়ারণ্য]]" (Wildlife Sanctuary), "[[জাতীয় উদ্যান]]" (National Park), "[[সংরক্ষিত এলাকা]]" (Game Reserve) এবং "[[চিত্তবিনোদন উদ্যান]]" (Recreation Park) হিসেবে ঘোষণা করতে পারে।
 
বন্যপ্রাণী আইনের আওতায় একটি "বাংলাদেশ বন্যপ্রাণী উপদেষ্টা পরিষদ" গঠনের জন্য বিধি রয়েছে। এই আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তিনটি তফসিলে বর্ণিত বিভিন্ন বন্যপ্রাণীর নাম। কোন তফসিলে বর্ণিত কোন প্রাণীকে হত্যা করা যাবে বা যাবে না তার উল্লেখ রয়েছে। এটি বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণের জন্য একটি বলিষ্ঠ অধ্যায়।
 
==তথ্যসূত্র==