গগনচুম্বী অট্টালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
Suvray (আলোচনা | অবদান)
৩ নং লাইন:
== ইতিহাস ==
এক সময় স্কাইস্ক্রেপার বলতে পাল তোলা [[জাহাজ|জাহাজের]] উঁচু [[পাল (নৌকা)|পালকে]] বুঝানো হতো। এরপর শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে বর্তমানে সুউচ্চ ভবনকে নির্দেশ করছে। উনবিংশ শতক পর্যন্ত ছয় তলা ভবনের সন্ধান পাওয়া খুবই কষ্টকর ব্যাপার ছিল। দূর্বল ও নিম্নমানের [[নির্মাণ উপকরণ|নির্মাণ উপকরণের]] কারণে উচ্চ ভবনগুলো ভেঙ্গে যাবার প্রবল সম্ভাবনা ছিল। তাছাড়া, জনগণও অনেকগুলো [[সিঁড়ি]] পেরিয়ে উপরে উঠতে ও বসবাস করতে পছন্দ করতো না। [[নদী|নদীর]] প্রবল [[ঢেউ|ঢেউও]] সর্বোচ্চ ৫০ ফুট পর্যন্ত আছড়ে পড়তো।
 
আধুনিক ও উন্নততর [[প্রযুক্তি|প্রযুক্তির]] সাহায্যে বর্তমানে গগনচুম্বী অট্টালিকা তৈরী হবার [[সংবাদ]] খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী ভিত ও আধুনিক নির্মাণশৈলীর ব্যবহার হিসেবে [[স্টীল]], খোয়া, [[লোহা]], [[সিমেন্ট|সিমেন্টের]] ঢালাই এতে ব্যবহৃত হয়ে থাকে।
প্রথম গগনচুম্বী অট্টালিকা ''দ্য হোম ইনস্যুরেন্স বিল্ডিং'' ইলিনয়িসের [[শিকাগো]] শহরে নির্মিত হয়েছিল। ভবনটি ছিল দশতলা উচ্চতাবিশিষ্ট। ১৮৮৪-৮৫ সালে এটির নির্মাণকার্য সম্পন্ন হয়। কিন্তু, ১৯৩১ সালে নতুন আরেকটি ভবন নির্মাণের লক্ষ্যে এটি ধ্বংসপ্রাপ্ত হয়।
 
[[en:Skyscraper]]