গগনচুম্বী অট্টালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
নূতন!
 
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস
১ নং লাইন:
'''গগনচুম্বী অট্টালিকা''' ({{lang-en|Skyscraper}}) বলতে খুবই উঁচু ভবনকে বুঝায়। সচরাচর যে সকল ভবনের উচ্চতা ১৫২ মিটার বা ৫০০ ফুটের চেয়ে বেশী ঐ সকল [[ভবন]] গগনচুম্বী অট্টালিকা নামে সারাবিশ্বে পরিচিত। প্রধানতঃ বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান নগরগুলোয় এ ধরনের অট্টালিকা দেখা যায়। বড় বড় মহানগরগুলোয় দুই বা ততোধিক গগনচুম্বী অট্টালিকার সন্ধান পাওয়া যায়। [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] নিউইয়র্ক শহরে [[এম্পায়ার স্টেট বিল্ডিং|এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের]] জন্য জনপ্রিয় হয়ে আছে। গত ২০ বছরে [[লন্ডন|লন্ডনের]] [[নাগরিক|নাগরিকেরা]] অনেকগুলো অট্টালিকা দেখার সৌভাগ্য অর্জন করেছে গেছে যা অতীতে [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] দেখা যায়নি।
 
== ইতিহাস ==
এক সময় স্কাইস্ক্রেপার বলতে পাল তোলা [[জাহাজ|জাহাজের]] উঁচু [[পাল (নৌকা)|পালকে]] বুঝানো হতো। এরপর শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে বর্তমানে সুউচ্চ ভবনকে নির্দেশ করছে। উনবিংশ শতক পর্যন্ত ছয় তলা ভবনের সন্ধান পাওয়া খুবই কষ্টকর ব্যাপার ছিল। দূর্বল ও নিম্নমানের [[নির্মাণ উপকরণ|নির্মাণ উপকরণের]] কারণে উচ্চ ভবনগুলো ভেঙ্গে যাবার প্রবল সম্ভাবনা ছিল। তাছাড়া, জনগণও অনেকগুলো [[সিঁড়ি]] পেরিয়ে উপরে উঠতে ও বসবাস করতে পছন্দ করতো না। [[নদী|নদীর]] প্রবল [[ঢেউ|ঢেউও]] সর্বোচ্চ ৫০ ফুট পর্যন্ত আছড়ে পড়তো।
 
[[en:Skyscraper]]