ব্যয় নির্বাহ
(সা·স) |
(ব্যয় নির্বাহ) |
||
'''হিউম্যান রাইটস্ ওয়াচ''' ({{lang-en|Human Rights Watch}}) আন্তর্জাতিক অঙ্গনে বেসরকারী ও অ-লাভজনক সংস্থা হিসেবে [[মানবাধিকার]] বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থাটির প্রধান কাজ হচ্ছে - মানব অধিকার বিষয়ে [[গবেষণা]], পরামর্শ ও সমর্থন প্রদান করা। এর প্রধান কার্যালয় বা [[সদর দফতর]] [[যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] [[নিউইয়র্ক]] শহরে অবস্থিত।
== ইতিহাস ==
১৯৭৮ সালে একটি বেসরকারী আমেরিকান প্রতিষ্ঠান হিসেবে ''হিউম্যান রাইটস্ ওয়াচ'' প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে এর নাম ছিল হেলসিংকী ওয়াচ। [[হেলসিংকী]] সম্মেলনে তৎকালীন
''আমেরিকাস ওয়াচ'' [[মধ্য আমেরিকা|মধ্য আমেরিকায়]] রক্তাক্ত [[গৃহযুদ্ধ|গৃহযুদ্ধের]] প্রেক্ষাপটে ১৯৮১ সালে গঠন করা হয়েছিল। মাঠ পর্যায়ে ব্যাপক অনুসন্ধান ও কাজ করতে গিয়ে দেখতে পায় যে, শুধুমাত্র ক্ষমতাসীন সরকারই যে আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করেছে তা নয়; সরকারের পাশাপাশি যুদ্ধাপরাধী বিদ্রোহী দলগুলোও আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করেছে।
''এশিয়া ওয়াচ'' (১৯৮৫), ''আফ্রিকা ওয়াচ'' (১৯৮৮) এবং ''মিডিল ইষ্ট ওয়াচ'' (১৯৮৯) একীভূত হয়ে 'দি ওয়াচ কমিটি' নামে পরিচিত। ১৯৮৮ সালে সকল কমিটি একত্রিত হয়ে পরবর্তীকালে 'হিউম্যান রাইটস্ ওয়াচ' নামে পরিচিতি পেয়েছে।
== ব্যয় নির্বাহ ==
জুন, ২০১১ সালের হিসাব অনুযায়ী সংস্থাটির বার্ষিক [[ব্যয়]] সর্বমোট $৫০.৬ মিলিয়ন [[মার্কিন ডলার|মার্কিন ডলারে]] দাঁড়িয়েছে।<ref name="Financial Statements, Year Ended June 30, 2011">{{cite web|url=http://www.hrw.org/sites/default/files/related_material/financial-statements-2011.pdf|title=Financial Statements, Year Ended June 30, 2011|publisher=Human Rights Watch|accessdate=2012-06-26}}</ref>
==কর্মকাণ্ড==
|