ভেটো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী, রোবট সংযোগ
Suvray (আলোচনা | অবদান)
উৎপত্তি
১ নং লাইন:
'''ভেটো''' ({{lang-en|Veto}}) হচ্ছে একপক্ষীয়ভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোন সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা। বিশ্বের বিভিন্ন দেশের [[রাষ্ট্রপতি]] বিশেষ করে [[মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট]] [[মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস|কংগ্রেসে]] কোন বিলের উপর তার ভেটো প্রদান করার ক্ষমতা রাখেন। এর মাধ্যমে তিনি কোন আইন বা বিল কংগ্রেস থেকে গৃহীত হওয়া থেকে স্থগিতাদেশ প্রদানে সক্ষমতা প্রদর্শন করেন। কিন্তু [[হাউজ]] এবং [[মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট|সিনেটে]] দুই-তৃতীয়াংশ [[ভোট|ভোটের]] মাধ্যমে প্রেসিডেন্টের ভেটো প্রদানের সক্ষমতাকে বাতিল করার ক্ষমতা রাখা হয়েছে।<ref>[[Article One of the United States Constitution#Clause 2: From bills to law|Article I, Section 7, Clause 2]] of the [[United States Constitution]]</ref>
 
অবশ্যম্ভাবী শব্দ হিসেবে ভেটো শব্দটি [[জাতিসংঘ|জাতিসংঘের]] [[জাতিসংঘ নিরাপত্তা পরিষদ|নিরাপত্তা পরিষদে]] ব্যাপকভাবে পরিচিত ও এটি বৈশ্বিকভাবে বিরাট প্রভাব বিস্তার করে। [[যুক্তরাজ্য]], [[যুক্তরাষ্ট্র]], [[চীন]], [[রাশিয়া]] এবং [[ফ্রান্স]] - এই পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তারা প্রত্যেকেই ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। ভেটো ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যে-কোন একটি দেশ নিরাপত্তা পরিষদে গৃহীত যে-কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও আইন প্রণয়ন অনুমোদনে বাধা প্রদান করতে পারে।
 
== উৎপত্তি ==
ভেটো শব্দটি [[ল্যাটিন ভাষা]] থেকে আহুত, যার অর্থ হচ্ছে ''আমি মানি না''।
 
[[প্রাচীন রোম|প্রাচীন রোমের]] [[কনসাল]] এবং [[ট্রাইবুন|ট্রাইবুনগণ]] আইন সভায় তাদের ভেটো প্রদান করতে পারতেন। তন্মধ্যে - দুইজন কনসাল নির্দিষ্ট বছরে সামরিক কিংবা বেসামরিক পর্যায়ের কোন প্রস্তাবনা বা সিদ্ধান্ত বাতিলকল্পে একে-অপরের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করলে [[রোমান সিনেট|রোমান সিনেটের]] দায়িত্বে নিয়োজিত ট্রাইবুন কর্তৃক তা আইন প্রণয়নের মাধ্যমে প্রস্তাবনা বা সিদ্ধান্তকে গ্রহণ করার ক্ষমতা প্রদান করা হতো।<ref name="Spitzer">{{cite book|last=Spitzer|first=Robert J.|title=The presidential veto: touchstone of the American presidency|pages=1–2|publisher=SUNY Press|year=1988|isbn=978-0-88706-802-7}}</ref>
 
== তথ্যসূত্র ==
'https://bn.wikipedia.org/wiki/ভেটো' থেকে আনীত