অ্যাভোগাড্রোর সূত্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ShahedFaisal (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ShahedFaisal (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৪ নং লাইন:
 
:৩. স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের [[মোলার আয়তন]] সমান এবং [[আদর্শ তাপমাত্রা ও চাপ|আদর্শ তাপমাত্রা ও চাপে]] তা ২২.৪ লিটার (L) বা ২২.৪ ঘনডেসিমিটার (dm<sup>3</sup>) ।
 
==অ্যাভোগাড্রো সংখ্যা==
{{মূল নিবন্ধ|অ্যাভোগাড্রো সংখ্যা}}
 
অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে প্রাপ্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো '''অ্যাভোগাড্রো সংখ্যা'''। অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আবার স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসেরই মোলার আয়তন সমান। এ দুটি সূত্র ও সিদ্ধান্তকে সংযুক্ত করে বলা যায়, স্থির তাপমাত্রা ও চাপে যেকোন গ্যাসের এক [[মোল|মোলে]] সমান সংখ্যক অণু থাকে। যেহেতু তাপমাত্রা ও চাপের হ্রাস-বৃদ্ধিতে অণুর সংখ্যা বাড়ে না বা কমে না, সেহেতু সকল গ্যাসের ১ মোল পরিমাণে সমান সংখ্যক অণু থাকে। এ সকল গ্যাসকে শীতল করলে তারা প্রথমে তরল এবং পরে কঠিন পদার্থে পরিণত হবে; কিন্তু অণুর সংখ্যার হ্রাস-বৃদ্ধি হবে না। সুতরাং ''সকল পদার্থের ([[কঠিন পদার্থ|কঠিন]], [[তরল পদার্থ|তরল]] বা [[গ্যাসীয় পদার্থ|গ্যাসীয়]]) এক মোল পরিমাণে নির্দিষ্ট সংখ্যক অণু থাকে, এ সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়''। এ সংখ্যাকে ‘<math>\,N_A</math>’ দ্বারা চিহ্নিত করা হয়। এটি একটি ধ্রুব সংখ্যা, তাই <math>\,N_A</math> কে '''অ্যাভোগাড্রো ধ্রুবক'''-ও বলা হয়। বিভিন্ন পরীক্ষা দ্বারা এর মান ৬.০২২ × ১০<sup>২৩</sup> নির্ণিত হয়েছে। অর্থাৎ,
 
<math>\,N_A</math> = ৬.০২২ × ১০<sup>২৩</sup> অণু mol<sup>-1</sup> (অণু প্রতি মোল)
 
[[Category:রসায়ন]]