মিনহাজুল আবেদীন নান্নু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
৪২ নং লাইন:
 
== প্রাথমিক জীবন ==
নান্নু ১৯৮০-এর দশকের শুরুতে ক্রিকেট নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন। ডিসেম্বর, ১৯৮৩ সালে [[পশ্চিমবাংলা|পশ্চিমবাংলায়]] বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরূপে নির্বাচিত হন। সেখানে তিনি সফলকাম না হলেও ১৯৮৪ সালে [[দক্ষিণ-পূর্ব এশিয়া কাপ|দক্ষিণ-পূর্ব এশিয়া কাপে]] সফলতা লাভ করেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ৬০ রান করেন এবং চট্টগ্রামে অনুষ্ঠিত [[হংকং|হংকংয়ের]] বিরুদ্ধে ৪৪ রান করে [[বাংলাদেশ টাইগার্স|বাংলাদেশ টাইগার্সকে]] [[জয়|জয়লাভ]] করতে সাহায্য করেন। [[মিডিয়াম পেসার]] হিসেবে [[বোলিং|বোলিংয়ে]] [[সিঙ্গাপুর|সিঙ্গাপুরের]] বিরুদ্ধে ২/৮ করেন। এরপর তিনি [[কেনিয়া|কেনিয়ায়]] জাতীয় দলের পক্ষ হয়ে সফলতম [[ভ্রমণ]] করেন।
 
১৯৮৪-৮৫ সালে [[ঘরোয়া ক্রিকেট|ঘরোয়া ক্রিকেটে]] [[মোহামেডান ক্রীড়া চক্র|মোহামেডান ক্রীড়া চক্রের]] পক্ষ হয়ে খেলতেন। ১৯৮৫ সালের মার্চে [[শ্রীলঙ্কা]] [[সফর]] ও জানুয়ারি, ১৯৮৬ সালে [[ওমর কোরেসি একাদশ|ওমর কোরেসি একাদশের]] বিপক্ষে ব্যর্থতায় অনেকেই তাঁর ভবিষ্যৎ সম্ভাবনার অন্তরায় বলে মনে করেছিলেন।
 
== তথ্যসূত্র ==