উইকিপিডিয়া:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প/আলোচনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
অরণ্য (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১০০ নং লাইন:
* <span style="padding: 3px; background: #FFFACD;">উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও অফলাইন প্রচারণার পাশপাশি অনলাইনে নতুন ব্যবহারকারী তৈরি করতে ও নতুন ব্যবহাকরারীদের সম্পাদনার পরিবেশের উন্নয়ন করতে বাংলা উইকিপিডিয়ায় আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন?</span>
:: <!-- আপনার উত্তর -->[[উইকিপিডিয়া:খেলাঘর]]-এর কোনো লিংক বামদিকের প্যানেলে নেই। এটা অনতিবিলম্বে আনার কোনো বিকল্প নেই। "নতুন ব্যবহারকারী" শিরোনামের একটা লিংক বামদিকে আনা যেতে পারে, যেখানে ক্লিক করলে নতুন ব্যবহারকারীর নির্দেশনা পাতায় যাওয়া যাবে।
 
== [[ব্যবহারকারী:অরণ্য|অরণ্য]]-এর উত্তর ==
* <span style="padding: 3px; background: #FFFACD;">উইকিপিডিয়ার পাঠকদের মোটিভেশনের উদ্দেশ্যে তৈরি বার্তায় আমরা কোন ব্যাপারগুলো উল্লেখ করার মাধ্যমে পাঠকদের উইকিপিডিয়ায় কাজ করার ব্যাপারে উৎসাহিত করতে পারি?</span>
:: <প্রথমত উইকিপিডিয়া কী এবং তা কি করে সমৃদ্ধ হচ্ছে তা পাঠককে জানানো যেতে পারে। উইকিপিডিয়ার সকল লেখক সম্পাপদ তাঁদের নিজ উদ্যোগে এবং বিনা পারিশ্রমিকে শুধুমাত্র বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধি করণের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং চাইলে যেকোনো সাধারণ পাঠকও এই কাজে অংসগ্রহন করে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিকরণ আরও তরান্বিত করতে পারেন, এই বিষয়টি সুন্দরভাবে তুলেধরা যেতে পারে।>
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন পাতায় আপনি কোন প্রশ্নগুলোর উত্তর আশা করেন?</span>
:: <মূলত টেকনিক্যাল বিষয়ের প্রশ্নের উত্তর থাকতে পারে। কেননা নতুন লেখক বা পাঠক এই সমস্যারই বেশি সম্মুখীন হন। এছাড়া নতুন অ্যাকাউন্ট কি করে খুলতে হয় এই বেপারে প্রশ্নের উত্তর থাকতে পারে। >
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">নতুন ব্যবহারকারীদের জন্য স্বাগতম বার্তা কেমন হওয়া উচিত বলে মনে করেন? স্বাগতম বার্তায় কি থাকা উচিত ও কি থাকা উচিত নয় বলে মনে করেন?</span>
:: <নতুন ব্যবহারকারীদের জন্য স্বাগতম বার্তায় নতুনদের উৎসাহ উদ্দীপক বার্তা দেয়া যেতে পারে। তাঁদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর কোথায় পাওয়া তার লিঙ্ক দেয়া যেতে পারে। পাশাপাশি তাঁদেরকে তাঁদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়া যেতে পারে।>
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">কোন কোন সাহায্য ও নীতিমালা পাতাগুলো সুনির্দিষ্টভাবে আমাদের তৈরি/ঠিক করা উচিত যা নতুন ব্যবহারকারীদের কাজে লাগবে? উদাহরণস্বরূপ: কপিরাইট সংক্রান্ত পাতা; উল্লেখযোগ্যতা পাতা; বিশ্বকোষীয় লেখার ধাঁচ বা রচনাশৈলী নির্দেশনা পাতা; উইকিটেক্সটের ওপর পাতা ইত্যাদি।</span>
:: <একটি প্রবন্ধ কখন কিভাবে উকিফাইড হয় তার একটা পাতা থাকা জরুরী মনে করি>
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">মেন্টরশিপ প্রোগ্রামে একজন মেন্টরের ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে করেন? একজন মেন্টরের কাছ থেকে আপনি কি ধরনের সাহায্য ও সাপোর্ট আশা করেন?</span>
:: <একজন মেন্টরকে অবশ্যই মনে রাখতে হবে যে, উকিপিডিয়ায় যারা অবদান রাখেন তাঁরা কোন অর্থ লাভের আশায় করেন না। নিজ দায়িত্ববোধ থেকে সম্পাদনা করেন। সুতরাং সবসময় অবদানকারীর সাথে সুন্দর ব্যবহার আশা করি। যেকোনো সতর্ক বার্তা বা অপসারণের বেপারে সম্পাদককে বিস্তারিত জানান উচিৎ বলে আমি মনে করি। >
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও অফলাইন প্রচারণার পাশপাশি অনলাইনে নতুন ব্যবহারকারী তৈরি করতে ও নতুন ব্যবহাকরারীদের সম্পাদনার পরিবেশের উন্নয়ন করতে বাংলা উইকিপিডিয়ায় আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন?</span>
:: <উকিম্যাগাজিন বের করা যেতে পারে। বিভিন্ন প্রচার মাধ্যমে এ বেপারে প্রচারণা চালানো যেতে পারে। অবদানকারীদের নিয়ে সেমিনার করা যেতে পারে। বিভিন্ন মেলায় বাংলা উকিপিডিয়ার একটি স্টল রাখা যেতে পারে।>
[[User:অরণ্য|অরণ্য]] ([[User talk:অরণ্য|আলাপ]]) ০৭:২৯, ১২ জুন ২০১২ (ইউটিসি)