অ্যাকোয়ারিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
বৈশিষ্ট্যাবলী
Suvray (আলোচনা | অবদান)
নির্মাণ উপকরণ
৫ নং লাইন:
== বৈশিষ্ট্যাবলী ==
সাধারণতঃ এর আবরণ [[কাঁচ|কাঁচের]] হয়। কিংবা খুবই শক্ত ও মজবুত আকৃতির এক্রিলেট পলিমার দিয়ে তৈরী। ঘণকাকৃতি অ্যাকোয়ারিয়াকে ''ফিস ট্যাঙ্ক'' বা ট্যাঙ্ক বলে। গোলাকৃতি বোলের তৈরী অ্যাকোয়ারিয়াম ''ফিস বোলস'' নামে পরিচিত। কমপক্ষে এর এক পার্শ্বে স্বচ্ছ আবরণ থাকে। একটি অ্যাকোয়ারিয়াম ছোট্ট পানির ট্যাঙ্ক থেকে শুরু করে সম্পূর্ণ [[ভবন]] কিংবা বৃহৎ ধরণের ট্যাংক আকৃতির হতে পারে। অ্যাকোয়ারিস্ট এর মালিকানাস্বত্ত্ব হওয়ায় নির্দিষ্ট স্থান থেকে জীবিত মাছ [[ক্রয়]] কিংবা সংগ্রহ করে এতে সংরক্ষণ করেন। বিশেষ ধরণের পানির উপযুক্ততা ও গুণগতমান এবং অন্যান্য বৈশিষ্টপূর্ণ উপাদান বাড়ী উপযোগী অ্যাকোয়ারিয়ামের জন্য প্রয়োজন পড়ে।
 
== নির্মাণ উপকরণ ==
অধিকাংশ অ্যাকোয়ারিয়াম কাঁচের পাত ও সিলিকন সহযোগে তৈরী করা হয়। উপর ও নীচের অংশকে যুক্ত করতে প্লাস্টিকের ফ্রেম ব্যবহৃত হয়। আদর্শ আকারের অ্যাকোয়ারিয়াম ১০০০ [[লিটার]] বা ২৬০ ইউএস গ্যালনের হতে পারে। সাধারণতঃ কাঁচের পদার্থ ভেঙ্গে যাবার পূর্বে ফাটল ধরে। তবে সচরাচর নীচের অংশটুকু প্রথমে ভেঙ্গে পড়ে।<ref name=Adey>{{Cite book|title=Dynamic Aquaria|last1 = Adey|first1 = Walter H.|last2 = Loveland|first2 = Karen|publisher=Academic Press|location=San Diego|year=1991|isbn=0-12-043792-9|postscript=<!--None-->}}</ref>
 
== উদ্দেশ্যাবলী ==