অ্যাকোয়ারিয়াম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ভূমিকাংশ+
Suvray (আলোচনা | অবদান)
বৈশিষ্ট্যাবলী
১ নং লাইন:
'''অ্যাকোয়ারিয়াম''' ({{lang-en|Aquarium}}) জলচর প্রাণী তথা [[মাছ]] সংরক্ষণ করার বিশেষ ধরণের জায়গা হিসেবে পরিচিত। এছাড়াও, যে-সকল [[প্রাণী]] জলে বসবাস করে সেগুলোও এ জায়গায় সৌখিন মানুষ কর্তৃক শখের বশবর্তী হয়ে সংরক্ষিত হয়ে থাকে। কমপক্ষে এর এক পার্শ্বে স্বচ্ছ আবরণ থাকে। একটি অ্যাকোয়ারিয়াম ছোট্ট পানির ট্যাঙ্ক থেকে শুরু করে সম্পূর্ণ [[ভবন]] কিংবা বৃহৎ ধরণের ট্যাংক আকৃতির হতে পারে। [[বাড়ী]], ব্যবসা-প্রতিষ্ঠান, [[রেস্তোরাঁ]] ইত্যাদি স্থানের এক পার্শ্বে অ্যাকোয়ারিয়াম রাখা বর্তমানে বিশ্বের সর্বত্র অত্যন্ত জনপ্রিয় [[শখ|শখে]] পরিণত হয়েছে। যিনি অ্যাকোয়ারিয়াম রক্ষণাবেক্ষন করেন, তিনি [[অ্যাকোয়ারিস্ট]] নামে অভিহিত হয়ে থাকেন। তিনি অত্যন্ত যত্নসহকারে পাত্রে সংরক্ষিত মাছগুলোকে প্রাকৃতিক জীবনপ্রণালীর ন্যায় [[অভিযোজন]] উপযোগী একই ধরণের [[পরিবেশ|পরিবেশে]] রাখতে আন্তরিকভাবে সচেষ্ট হন। একই ধরণের পরিবেশ বলতে পানির গুণগতমান, প্রয়োজনীয় আলোক সরবরাহ ব্যবস্থা এবং উপযুক্ত খাদ্যের সংস্থান এর সাথে ওতপ্রোতভাবে জড়িত।
 
[[ল্যাটিন ভাষা|ল্যাটিন ভাষার]] ''অ্যাকোয়া'' (অর্থ জল) এবং ''আরিয়াম'' (অর্থ সম্পর্কযুক্ত একটি জায়গা) মিলে অ্যাকোয়ারিয়াম হয়েছে। <ref>{{cite web | url = http://www.m-w.com/dictionary/aquarium | title = Definition of aquarium | publisher = Merriam-Webster Online Dictionary | accessdate = 2007-04-03 | archiveurl= http://web.archive.org/web/20070404103239/http://www.m-w.com/dictionary/aquarium| archivedate= 4 April 2007 <!--DASHBot-->| deadurl= no}}</ref>
 
== বৈশিষ্ট্যাবলী ==
সাধারণতঃ এর আবরণ [[কাঁচ|কাঁচের]] হয়। কিংবা খুবই শক্ত ও মজবুত আকৃতির এক্রিলেট পলিমার দিয়ে তৈরী। ঘণকাকৃতি অ্যাকোয়ারিয়াকে ''ফিস ট্যাঙ্ক'' বা ট্যাঙ্ক বলে। গোলাকৃতি বোলের তৈরী অ্যাকোয়ারিয়াম ''ফিস বোলস'' নামে পরিচিত। কমপক্ষে এর এক পার্শ্বে স্বচ্ছ আবরণ থাকে। একটি অ্যাকোয়ারিয়াম ছোট্ট পানির ট্যাঙ্ক থেকে শুরু করে সম্পূর্ণ [[ভবন]] কিংবা বৃহৎ ধরণের ট্যাংক আকৃতির হতে পারে। অ্যাকোয়ারিস্ট এর মালিকানাস্বত্ত্ব হওয়ায় নির্দিষ্ট স্থান থেকে জীবিত মাছ [[ক্রয়]] কিংবা সংগ্রহ করে এতে সংরক্ষণ করেন। বিশেষ ধরণের পানির উপযুক্ততা ও গুণগতমান এবং অন্যান্য বৈশিষ্টপূর্ণ উপাদান বাড়ী উপযোগী অ্যাকোয়ারিয়ামের জন্য প্রয়োজন পড়ে।
 
== উদ্দেশ্যাবলী ==
[[পর্যটন]] শিল্পের প্রসারে ও [[পর্যটক|পর্যটকদের]] আকর্ষণের জন্য বৃহদাকৃতি, জনসাধারণের উপযোগী অ্যাকোয়ারিয়াম তৈরী করা হয়ে থাকে। সেখানে কর্তৃপক্ষের উদ্যোগে ও [[ব্যবস্থাপনা|ব্যবস্থাপনায়]] বিভিন্ন রং-বেরংয়ের মাছ এবং অন্যান্য জলজ প্রাণী (যেমন: [[হাঙ্গর]], [[ডলফিন]], [[কচ্ছপ]], [[শামুক]], [[ঝিনুক]], [[চিংড়ীচিংড়ি]] ইত্যাদি) বৃহৎ জলাধারে রাখা হয়। এছাড়াও, বিপণ্ন ও প্রায় বিলুপ্ত প্রজাতির মাছ, [[উদ্ভিদ]], [[জলজ প্রাণী|জলজ প্রাণীকে]] রক্ষার লক্ষ্যে অ্যাকোয়ারিয়াম নির্মাণ করা হয়। এ ধরণের অ্যাকোয়ারিয়াম রয়েছে অস্ট্রেলিয়ার সিডনী অ্যাকোয়ারিয়ামে।
 
== তথ্যসূত্র ==