উইকিপিডিয়া:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প/আলোচনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Shafaet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৫৭ নং লাইন:
* <span style="padding: 3px; background: #FFFACD;">উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও অফলাইন প্রচারণার পাশপাশি অনলাইনে নতুন ব্যবহারকারী তৈরি করতে ও নতুন ব্যবহাকরারীদের সম্পাদনার পরিবেশের উন্নয়ন করতে বাংলা উইকিপিডিয়ায় আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন?</span>
:: <!-- আপনার উত্তর --> দৈনিকে বিজ্ঞাপন, সংবাদ বিজ্ঞপ্তি, ওয়েবসাইট, ব্লগে প্রচারণা, বিভিন্ন ধরণের মেলা, শিক্ষাপ্রতিষ্ঠানে ১০/২০ কপি লিফলেট প্রেরণ। আবেগঘন পরিবেশ সৃষ্টির আবহ থাকবে এ প্রচারণায়। প্রয়োজনে প্রচারণার ভাষা মতামতের ভিত্তিতে তৈরী করা যেতে পারে।
 
== [[ব্যবহারকারী:Shafaet|Shafaet]]-এর উত্তর ==
* <span style="padding: 3px; background: #FFFACD;">উইকিপিডিয়ার পাঠকদের মোটিভেশনের উদ্দেশ্যে তৈরি বার্তায় আমরা কোন ব্যাপারগুলো উল্লেখ করার মাধ্যমে পাঠকদের উইকিপিডিয়ায় কাজ করার ব্যাপারে উৎসাহিত করতে পারি?</span>
:: <!-- আপনার উত্তর -->
উইকিপিডিয়া হতে পারে বাংলা ভাষার সবথেকে বড় নিরপেক্ষ জ্ঞান ভান্ডার, বিপুল সংখ্যক মানুষ এখান থেকে উপকৃত হতে পারে যদি সবাই নিজেদের জানা বিষয়গুলো উইকিপিডিয়াতে যুক্ত করে,এ বিষয়গুলো তুলে ধরা দরকার।
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন পাতায় আপনি কোন প্রশ্নগুলোর উত্তর আশা করেন?</span>
:: <!-- আপনার উত্তর -->
সহায়তামূলক পাতাগুলোর লিংক একজায়গায় আশা করি।
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">নতুন ব্যবহারকারীদের জন্য স্বাগতম বার্তা কেমন হওয়া উচিত বলে মনে করেন? স্বাগতম বার্তায় কি থাকা উচিত ও কি থাকা উচিত নয় বলে মনে করেন?</span>
:: <!-- আপনার উত্তর -->
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">কোন কোন সাহায্য ও নীতিমালা পাতাগুলো সুনির্দিষ্টভাবে আমাদের তৈরি/ঠিক করা উচিত যা নতুন ব্যবহারকারীদের কাজে লাগবে? উদাহরণস্বরূপ: কপিরাইট সংক্রান্ত পাতা; উল্লেখযোগ্যতা পাতা; বিশ্বকোষীয় লেখার ধাঁচ বা রচনাশৈলী নির্দেশনা পাতা; উইকিটেক্সটের ওপর পাতা ইত্যাদি।</span>
:: <!-- আপনার উত্তর -->
কিভাবে শুরু করতে হবে, কি ধরণের নিবন্ধ লেখা যাবে অথবা যাবেনা এ সংক্রান্ত পাতাগুলো দ্রুত বাংলা অনুবাদ করে ফেলা দরকার,এগুলো বেশিভাগই আধা বাংলা আধা ইংরেজী হয়ে পড়ে আছে। এছাড়া টেমপ্লেট ব্যবহার,ছবি আপলোড এসব ব্যাপারে সাহায্য আরো সহজলভ্য হওয়া জরুরী।
 
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">মেন্টরশিপ প্রোগ্রামে একজন মেন্টরের ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে করেন? একজন মেন্টরের কাছ থেকে আপনি কি ধরনের সাহায্য ও সাপোর্ট আশা করেন?</span>
:: <!-- আপনার উত্তর -->
 
* <span style="padding: 3px; background: #FFFACD;">উপরে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও অফলাইন প্রচারণার পাশপাশি অনলাইনে নতুন ব্যবহারকারী তৈরি করতে ও নতুন ব্যবহারকরারীদের সম্পাদনার পরিবেশের উন্নয়ন করতে বাংলা উইকিপিডিয়ায় আর কি করা যেতে পারে বলে আপনি মনে করেন?</span>
:: <!-- আপনার উত্তর -->
উইকিপিডিয়াতে অনেক জায়গাতেই বেশ কঠিন বা অপ্রচলিত বাংলা শব্দ ব্যবহৃত হয়েছে যা নতুন ব্যবহারকারীকে নিরুৎসাহিত করতে পারে। যেহেতু উইকির একটি প্রধান উদ্দেশ্য জ্ঞান ছড়িয়ে দেয়া তাই ভাষা যতটা সম্ভব সহজ-সরল রাখাই ভালো,গাম্ভীর্যপূর্ণ ভাষা পাঠককে আকর্ষণ করেনা।