সর্পদংশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Thijs!bot (আলোচনা | অবদান)
r2.7.2) (বট যোগ করছে: or:ସର୍ପ ଦଂଶ
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে
১৭ নং লাইন:
সর্পদংশনের ফলাফল বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। যেমন: সাপটির প্রজাতি, শরীরের কোন স্থানে কামড় দেওয়া হয়েছে, কতোটুকু বিষ প্রবেশ করানো হয়েছে, এবং যাকে কামড় দেওয়া হয়েছে তাঁর স্বাস্থ্যগত অবস্থা। আতঙ্কগ্রস্থতা বোধ করা সর্পদংশনের পর হওয়া একটি সাধারণ অনুভূতি। [[অটোমেটিক নার্ভাস সিস্টেম|অটোমেটিক নার্ভাস সিস্টেমের]] দ্বারা নিয়ন্ত্রিত এই অনুভূতি সর্পদংশনের পর বিভিন্ন রকম আচরণের প্রকাশ ঘটাতে পারে। যেমন: [[ট্রাইকার্ডিয়া]] (বুক ধুকধুক করা), ও [[নসিয়া]]।<ref name="Gold2002">{{cite journal |last=Gold |first=Barry S. |coauthors=Richard C. Dart, Robert A. Barish |date=1 April 2002|title=Bites of venomous snakes |journal=The New England Journal of Medicine |volume=347 |issue=5 |pages=347–56 |issn=00284793 |url=http://content.nejm.org/cgi/content/full/347/5/347?ijkey=/Romzox5/Yq3A&keytype=ref&siteid=nejm |accessdate=2009-06-25 }}</ref><ref name="Kitchens1987">{{cite journal | author = Kitchens C, Van Mierop L | title = Envenomation by the Eastern coral snake (Micrurus fulvius fulvius). A study of 39 victims | journal = JAMA | volume = 258 | issue = 12 | pages = 1615–18 | year = 1987 | pmid = 3625968 | doi = 10.1001/jama.258.12.1615}}</ref> নির্বিষ সাপের দংশনের আঘাতগ্রস্থতা হওয়া স্বাভাবিক। সাপের দাঁতের দ্বারা সৃষ্ট ক্ষত জীবাণু সংক্রমণের সৃষ্টি করতে পারে। এছাড়া কামড়ের মাধ্যমে [[অ্যানাফাইলেক্সিস|অ্যানাফাইলেকটিক]] বিক্রিয়ার সৃষ্টিও হতে পারে যা গুরুতর আকার ধারণ করতে পারে। সর্পদংশন পরবর্তী প্রাথমিক চিকিৎসা সাপের বিস্তৃতি অঞ্চল ও সাপের প্রজাতির ওপর নির্ভর করে। সেজন্য এক প্রজাতি সাপের জন্য কার্যকর প্রাথমিক চিকিৎসা অপর প্রজাতির জন্য কার্যকর নাও হতে পারে।
 
সর্পদংশনের ফলে ক্ষতিগ্রস্থতার হার ভৌগলিকভৌগোলিক অঞ্চল অনুসারে পরিবর্তিত হয়। [[ইউরোপ]] ও [[উত্তর আমেরিকা|উত্তর আমেরিকায়]] সর্পদংশনে মৃত্যুর হার খুবই কম,<ref name="Kasturiratne"/><ref name="Chippaux 1998">{{cite journal |last=Chippaux |first=J.P. |year=1998 |title=Snake-bites: appraisal of the global situation |journal=Bulletin of the World Health Organization |volume=76 |issue=5 |pages=515–24 |url=http://www.kingsnake.com/aho/pdf/menu6/chippaux1998.pdf |accessdate=2009-07-03 |quote=}}</ref><ref name="Gutierrez2007">{{cite journal |last=Gutiérrez |first=José María |coauthors=Bruno Lomonte, Guillermo León, Alexandra Rucavado, Fernando Chaves, Yamileth Angulo |year=2007 |month=October |title=Trends in Snakebite Envenomation Therapy: Scientific, Technological and Public Health Considerations |journal=Current Pharmaceutical Design |volume=13 |issue=28 |pages=2935–50 |url=http://www.icp.ucr.ac.cr/~blomonte/2007_Antivenenos_CurrPharmDesign_Gutierrez_therapy_review.pdf |accessdate=2009-07-01 |quote=}}</ref> কিন্তু বিশ্বের অনেক স্থানে এই শারীরিক ক্ষতি ও মৃত্যুর একটি অন্যতম কারণ। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে চিকিৎসাসুবিধা শহরাঞ্চলের তুলনায় অপ্রতুল। বিশ্বের মধ্যে [[দক্ষিণ এশিয়া]], [[দক্ষিণ-পূর্ব এশিয়া]], ও [[সাহারা-নিম্ন আফ্রিকা|সাহারা-নিম্ন আফ্রিকায়]] সবচেয়ে বেশি পরিমাণ সর্পদংশনের প্রতিবেদন পাওয়া যায়। এছাড়া [[নিওট্রপিক]], বিষুবীয়, এবং নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতেও প্রচুর পরিমাণ সর্পদংশনের ঘটনা ঘটে থাকে।<ref name="Kasturiratne"/><ref name="Chippaux 1998"/><ref name="Gutierrez2007"/> প্রতি বছর হাজারে দশজন মানুষ সর্পদংশনের কবলে পড়ে প্রাণ হারান।<ref name="Kasturiratne"/> বিশেষজ্ঞরা সর্পদংশনের ঝুঁকি কমাতে বিশেষ ধরণের জুতা ও সাপের প্রাদুর্ভাব আছে এমন অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেন।
 
== আরো দেখুন ==