ভাইপারিডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
VolkovBot (আলোচনা | অবদান)
r2.7.2) (বট যোগ করছে: tl:Ulupong (Viperidae)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে
১৯ নং লাইন:
'''ভাইপারিডি''' ({{lang-en|Viperidae}}), যা '''ভাইপার''' বা '''ভাইপারিডস''' নামেও পরিচিত। এটি পৃথিবীতে প্রাপ্ত [[বিষধর সাপ|বিষধর সাপসমূহের]] চারটি পরিবারের একটি। [[অ্যান্টার্কটিকা]], [[অস্ট্রেলিয়া]], [[নিউ জিল্যান্ড]], [[আয়ারল্যান্ড]], [[মাদাগাস্কার]], [[হাওয়াই]], এবং [[আর্কটিক মেরুবৃত্তীয় অঞ্চল]] ব্যতীত সারা বিশ্ব জুড়েই এটির বিস্তৃতি লক্ষ্য করা যায়। এই পরিবারভুক্ত প্রায় সকল সাপেরই লম্বা ও কার্যকারী বিষদাঁত আছে, যা আক্রান্তের দেহে বিষ প্রবেশের সময় গভীরভাবে দাঁত ফোটাতে পারে। এখন পর্যন্ত এই পরিবারের চারটি উপ-পরিবার পাওয়া যায়।<ref name="ITIS">{{ITIS|ID=174294|taxon=Viperidae}}</ref>
 
== ভৌগলিকভৌগোলিক বিস্তৃতি ==
ভাইপারিডি পরিবারভুক্ত সাপের বিস্তৃতি দেখা যায় [[আমেরিকা]], [[আফ্রিকা]] ও [[ইউরেশিয়া]] অঞ্চলে। আমেরিকায় দক্ষিণ [[কানাডা]] থেকে দক্ষিণ দিকে [[যুক্তরাষ্ট্র]], [[মেক্সিকো]], [[মধ্য আফ্রিকা]], এবং [[দক্ষিণ আমেরিকা|দক্ষিণ আমেরিকার]] [[আর্জেন্টিনা]] পর্যন্তও এ সাপ দেখতে পাওয়া যায়। আফ্রিকা হয়ে ইউরেশীয় অঞ্চলে ও [[স্পেন]], [[ইংল্যান্ড]], পশ্চিমের [[স্ক্যান্ডিনেভিয়া|স্ক্যান্ডিনেভীয়]] অঞ্চলসমূহে, আর্কটিক মেরুবৃত্তীয় অঞ্চল, পূর্বের [[ওখট্‌স্ক সাগর|ওখট্‌স্ক সাগরীয়]] অঞ্চল, [[আরবীয় সমভূমি]], [[ভারত]], এবং উপকূলীয় দক্ষিণ-পূর্ব এশিয়া ([[জাভা]], [[সেলেবেস]], [[ফিলিপাইন]]) সহ বিস্তির্ণ এলাকা জুড়ে এই সাপের বিচরণ লক্ষ্য করা যায়।<ref name="McD99"/> পৃথিবীতে [[অ্যান্টার্কটিকা]] ও [[অস্ট্রেলিয়া (মহাদেশ)|অস্ট্রেলিয়া]] ব্যতীত সমস্ত মহাদেশগুলোতেই ভাইপারিডি পরিবারভুক্ত সাপের অস্তিত্ব আছে।