কানন দেবী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট কসমেটিক পরিবর্তন করছে, কোনো সমস্যা?
WikitanvirBot I (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করছে
১৮ নং লাইন:
কানন দেবীর ছিলেন একজন রক্ষিতার সন্তান।তাঁর বাবা ছিলেন সওদাগর অফিসের একজন ছোট কেরানি। তার একটি ছোট দোকানও ছিল।কিন্তু কাননের বয়স যখন ৯ বছর তখন তিনি মারা যান। কাননের মা তখন তার ২ কন্যাকে নিয়ে এক দুরসম্পর্কের আত্নীয়ের বাড়িতে রাঁধুনী ও ঝিয়ের কাজ নেন। অপমান ও লাঞ্ছনা তারা বেশি দিন সহ্য করতে পারেন নি। তাই তারা অসম্ভব দারিদ্রের মাঝে একটি ছোট বাসা ভাড়া নেন।দারিদ্রের কারনে তিনি মাত্র বার-তের বছর বয়সে ম্যাডানের স্টুডিওতে হাজির হন অভিনয় করতে।তিনি সেই বয়সে নির্বাক ছায়াছবি [[জয়দেব|জয়দেবে]] অভিনয় করেন নায়িকা হিসেবে।<ref name="kananbala "/>
== অভিনয় জীবন ==
কানন দেবীর সত্যিকারের অভিনয় জীবন শুরু হয় ১৯৩০ সালে। এ সময় তাঁর প্রথম ছবি ১৯৩১ সালের জোর বরাত।সেটা ছিল সবাক চলচ্চিত্র। ১৯৩৫ সালে মুক্তি পাওয়া মানময়ী গার্লস স্কুল তাকে প্রতিষ্ঠা দেয় চলচ্চিত্র জগতে১৯৩৭ সালে মুক্তি পাওয়া মুক্তি নামের চলচ্চিত্র তাঁকে প্রথম জীবনে খ্যাতি এনে দেয়।৪০-এর দশকের পরিচয় এবং শেষ উত্তর ছবির জন্য তিনি পরপর দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরষ্কারপুরস্কার পান।<ref name="kananbala "/>
== শ্রীমতি পিকচারস ==
১৯৩৭ সাল থেকে ১৯৪৪ সাল পর্যন্ত কানন দেবীর জন্য সবচেয়ে বেশি খ্যাতির সময় ছিল।তিনি এ সময় সম্ভ্রান্ত কানন দেবীতে পরিণত হন কানন বালা থেকে।তিনি তখন রোমান্টিক নায়িকার বদলে স্ত্রী ও মায়ের ভূমিকাতেই বেশী অভিনয় করেন।১৯৪৮ সালে তিনি শ্রীমতি পিকচার্স গড়ে তোলেন যার বেশির ভাগ ছবিই ছিল [[শরৎচন্দ্র চট্টোপাধ্যায়|শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের]] কাহিনী অবলম্বনে।এই কোম্পানীর ছবিতে তিনি কেবল অভিনয় ও প্রযোজনাই করেন নি, তিনি পরিচালনাও করেন।তার ছবির পরিচালকের একটি তিন সদস্য বিশিষ্ট দল ছিল যার নাম সব্যসাচী। তিনি তিন জনের একজন ছিলেন।<ref name="kananbala "/>