সান ফ্রান্সিস্কো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AvocatoBot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট পরিবর্তন করছে: sl:San Francisco
WikitanvirBot I (আলোচনা | অবদান)
Using {{lang}}
১৭২ নং লাইন:
|footnotes =
}}
'''সান ফ্রান্সিসকো''' ([[ইংরেজি ভাষা{{lang-en|ইংরেজি ভাষায়]]: San Francisco ''স্যান্‌ ফ্রান্‌সিস্‌কৌ'', মূলতঃ [[স্পেনীয় ভাষা]] থেকে: ''সান্‌ ফ্রান্সিস্কো''}}) [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[ক্যালিফোর্নিয়া]] রাজ্যের একটি শহর। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চতুর্থ এবং যুক্তরাজ্যের [[জনসংখ্যা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের শহরের তালিকা|১২তম]] জনবহুল শহর সান ফ্রান্সিস্কো। ২০০৮ সালে এই শহরের জনসংখ্যা ছিল ৮০৮,৯৭৬। সান ফ্রান্সিস্কোর আয়তন ৪৬.৭ বর্গ মাইল (১২১ বর্গ কিলোমিটার)। জনসংখ্যার ঘনত্ব অনুসারে সান ফ্রান্সিস্কো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর। সান ফ্রান্সিস্কো উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং পরিবহণের একটি প্রধান কেন্দ্র এই শহর।
 
১৭৭৬ সালে স্প্যানিশরা ঔপনিবেশিক আমলে এই অঞ্চলে একটি দুর্গ গড়ে তোলে এবং ক্যাথলিক উপপুরোহিত ফ্র্যান্সিস অফ অ্যাসিসি এর নামে অঞ্চলের নামকরণ করে। ১৮৪৮ সালে যখন ক্যালিফোর্নিয়াতে জেমস মার্শাল কর্তৃক স্বর্ণের খনি আবিষ্কৃত হয় তখন সান ফ্রান্সিস্কো শহরে ব্যাপক লোক সমাগম ঘটে, এক বছরেই শহরের জনসংখ্যা ১০০০ থেকে ২৫০০০ তে বৃদ্ধি পায় যা একে যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলের বৃহত্তম শহরে পরিণত করে। ১৯০৬ সালে ভূমিকম্প এবং অগ্লুৎপাতের ফলে শহরের তিন-চতুর্থাংশ এলাকা ধ্বংশ হয়ে যায়।