বোহেমিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JackieBot (আলোচনা | অবদান)
r2.6.5) (বট যোগ করছে: pcd:Bohème
WikitanvirBot I (আলোচনা | অবদান)
Using {{lang}}
১ নং লাইন:
[[চিত্র:CZ-cleneni-Cechy-wl.png|thumb|right|300px|চেক প্রজাতন্ত্রের মানচিত্রে বোহেমিয়া]]'''বোহেমিয়া''' ([[ইংরেজি ভাষা{{lang-en|ইংরেজি ভাষায়]]: Bohemia; [[চেক ভাষা|চেক ভাষায়]]: Čechy ''চেখি''; [[জার্মান ভাষা|জার্মান ভাষায়]]: Böhmen ''ব্যোমেন''; [[পোলীয় ভাষা|পোলীয় ভাষায়]]: Czechy}}) [[মধ্য ইউরোপ|মধ্য ইউরোপের]] একটি ঐতিহাসিক অঞ্চল। এটি তিনটি ঐতিহাসিক চেক অঞ্চলের একটি এবং চেক প্রজাতন্ত্রের পশ্চিম দুই-তৃতীয়াংশ নিয়ে গঠিত। বৃহত্তর অর্থে, বিশেষ করে ঐতিহাসিক আলোচনার প্রেক্ষাপটে, অনেক সময় বোহেমিয়া বলতে সমগ্র চেক দেশটিকেই বোঝায়, যাতে মোরাভিয়া ও চেক সাইলেসিয়া অঞ্চল দুইটি অন্তর্ভুক্ত।
 
বোহেমিয়ার আয়তন ৫২,৭৫০ বর্গকিলোমিটার। এখানে চেক প্রজাতন্ত্রের প্রায় ৬৩ লক্ষ লোক বাস করেন। বোহেমিয়ার উত্তর-পশ্চিম, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে [[জার্মানি]], উত্তর ও উত্তর-পূর্বে [[পোল্যান্ড]], পূর্বে ঐতিহাসিক চেক অঞ্চল [[মোরাভিয়া]], এবং দক্ষিণে [[অস্ট্রিয়া]]। এটি জার্মানির বায়ার্ন বা বাভারিয়া রাজ্য হতে বোহেমীয় অরণ্য দ্বারা, জাখ্‌সেন বা স্যাক্সনী রাজ্য হতে এর্ট্‌সগাবির্গা পর্বতশ্রেণী দ্বারা এবং সাইলেসিয়া হতে সুডেটেন পর্বতমালা দ্বারা বিচ্ছিন্ন।