বোতাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
AvocatoBot (আলোচনা | অবদান)
r2.7.1) (বট যোগ করছে: hr:Puce
WikitanvirBot I (আলোচনা | অবদান)
Using {{lang}}
১ নং লাইন:
[[চিত্র:Clothes button.jpg|thumb|right|200px|একটি সাধারণ বোতাম]]
[[বস্ত্র]] এবং [[ফ্যাশন ডিজাইন|ফ্যাশন ডিজাইনের]] ক্ষেত্রে '''বোতাম''' ([[ইংরেজি ভাষা{{lang-en|ইংরেজি ভাষায়]]: button}}) হচ্ছে একটি ছোট চাকতি আকৃতির বস্তু বিশেষ। এটি সাধারণত গোল হয়, তবে অন্যান্য আকৃতিরও হতে পারে। সচারচর কাপড়ের কোনো অংশ ঢেকে রাখতে বোতাম ব্যবহৃত হয়, এবং কিছুক্ষেত্রে সৌন্দর্যবর্ধনের অলঙ্কার হিসেবেও এর ব্যবহার স্বীকৃত। লম্বা আকৃতির খোলা অংশের ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থান পরপর বোতাম লাগানো হয়, এবং যে স্থানে বোতাম প্রবেশ করানো হয়, তা বোতাম ছিদ্র (buttonhole) নামে পরিচিত।
 
বিভিন্ন প্রকার বস্তুর দ্বারা বোতাম তৈরি করা হতে পারে। এর মধ্যে কিছু আছে প্রাকৃতিক, আবার কিছু আছে কৃত্রিম। প্রাকৃতি পদার্থগুলোর মধ্যে আছে [[হাড়]], [[শিং (অঙ্গসংস্থানবিদ্যা)|শিং]], [[আইভরি]], [[শামুক]] বা [[ঝিনুক|ঝিনুকের]] খোলস, [[কাঠ]], [[নারকেল|নারকেলের]] খোলস, ইত্যাদি। আর কৃত্রিম পদার্থগুলোর মধ্যে আছে [[সেলুলয়েড]], [[কাচ]], [[ধাতু]], [[ব্যাকেলাইট]], [[প্লাস্টিক]] ইত্যাদি। শক্ত প্লাস্টিক হচ্ছে বোতাম তৈরির সবচেয়ে সাধারণ কাচামাল। অন্যান্য পদার্থগুলো মূলত বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়।