ওয়ান্টেড (২০০৮-এর চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.7.2+) (বট পরিবর্তন করছে: pt:Wanted (filme)
WikitanvirBot I (আলোচনা | অবদান)
Using {{lang}}
২৫ নং লাইন:
}}
 
'''''ওয়ান্টেড''''' ([[ইংরেজি ভাষা{{lang-en|ইংরেজি ভাষায়]]: ''Wanted''}}) ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি [[যুক্তরাষ্ট্র|মার্কিন]] চলচ্চিত্র। মূলত [[মার্ক মিলার|মার্ক মিলারের]] লেখা [[কমিক বই]] ''[[ওয়ান্টেড (কমিক)|ওয়ান্টেড]]''-এর ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত। এর পরিচালনায় ছিলেয় [[তিমুন বেকমামবেতভ]], এবং শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন, [[জেমস ম্যাকঅ্যাভয়]], [[অ্যাঞ্জেলিনা জোলি]], [[মরগ্যান ফ্রিম্যান]], [[থমাস ক্রেটশ্চম্যান]], [[টেরেন্স স্ট্যাম্প]] প্রমুখ। ছবিটিতে দেখা যায়, ওয়েসলি গিবসন একজন হতাশা চাকুরে যিনি একদিন আবিস্কার করেন যে, তার বাবা একজন গোপন হত্যাকারী ছিলেন। এরপর বাবার পেশাকে অনুসরণ করে তিনিও একজন গোপন খুনী হিসেবে ''দ্য ফ্র্যাটার্নিটি''-তে যোগদান ও কাজ করা শুরু করেন।
 
ছবিটির কাজ শুরু হয় এপ্রিল ২০০৭-এ। ইউরোপীয় দেশ [[চেক প্রজাতন্ত্র|চেক প্রজাতন্ত্রে]] ছবিটির মূল কাজ হয়, পরে আনুষাঙ্গিক কাজগুলো হয় যুক্তরাষ্ট্রের [[শিকাগো|শিকাগোতে]]। ২৫ জুন, ২০০৮, এবং ২৭ জুন, ২০০৮-এ চলচ্চিত্রটি যথাক্রমে [[যুক্তরাজ্য]] ও [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রে]] মুক্তি পায়। ছবিটি সমালোচকদের দৃষ্টিতে ও ব্যবসায়িক, উভয় ক্ষেত্রেই সফলতা লাভ করে। ২০০৯ সালের ২২ জানুয়ারি ছবিটি [[একাডেমি পুরস্কার|একাডেমি পুরস্কারের]] জন্য মনোনয়ন লাভ করে। দুটি ক্ষেত্রের জন্য এটি মনোনীত হয়; একটি হচ্ছে, [[একাডেমি পুরস্কার (সেরা শব্দ সম্পাদনা)|সেরা শব্দ সম্পাদনা]] ও অপরটি হচ্ছে [[একাডেমি পুরস্কার (সেরা শব্দ মিশ্রণ)|সেরা শব্দ মিশ্রণ]]।