ইতামার ফ্রাঁকু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EmausBot (আলোচনা | অবদান)
r2.6.4) (বট যোগ করছে: lv:Itamars Franku
WikitanvirBot I (আলোচনা | অবদান)
Using {{lang}}
১৮ নং লাইন:
| order=ব্রাজিলের [[ব্রাজিলের রাষ্ট্রপতি|৩৭তম রাষ্ট্রপতি]]
| vicepresident=নেই
}}'''ইতামার আউগুস্তু ফ্রাঁকু''' ([[পর্তুগিজ ভাষা{{lang-pt|পর্তুগিজ ভাষায়]]: Itamar Augusto Franco [[আ-ধ্ব-ব]]: [ita'max 'fɾɐ̃ku]}}) (জন্ম [[২৮শে জুন]], [[১৯৩১]]) [[১৯৯২]] সাল থেকে [[১৯৯৪]] সাল পর্যন্ত ব্রাজিলের রাষ্ট্রপতি ছিলেন।
 
ফ্রাঁকু কর্মজীবনের শুরুতে ছিলেন [[মিনাস জেরাইস রাজ্য|মিনাস জেরাইস রাজ্যের]] একজন প্রকৌশলী। [[১৯৫৫]] সালে তিনি জুইস দি ফুরা-র প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে [[পুরকৌশল|পুরকৌশলে]] স্নাতক হন। [[১৯৬৭]] সালে তিনি স্বীয় শহর [[জুইস দি ফুরা]]-র মেয়র নির্বাচিত হন এবং [[১৯৭১]] সাল পর্যন্ত মেয়র থাকেন। [[১৯৭৩]] সালে তিনি আবার সেখানকার মেয়র নির্বাচিত হন। [[১৯৭৪]] সালে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেন এবং সামরিক জান্তার মতের বিরুদ্ধে মিনাস জেরাইস রাজ্যের সিনেটে নির্বাচিত হন। [[১৯৮২]] সালে তিনি আবার একই আসন থেকে সিনেটে নির্বাচিত হন। কিন্তু [[১৯৮৬]] সালে তিনি রাজ্যটির গভর্নর নির্বাচনে পরাজিত হন। [[১৯৮৮]] সালে ব্রাজিলের রাষ্ট্রপতি সার্নেইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য যে কমিটি গঠন করা হয়, তিনি তার সভাপতি ছিলেন। [[১৯৮৯]] সালে ব্রাজিলের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী [[ফের্‌নাঁদু কলর দি মেলু]]-র নিবাচনী প্রচারণায় অবদান রাখেন এবং কলর রাষ্ট্রপতি নির্বাচিত হলে এর প্রতিদানে তিনি উপ-রাষ্ট্রপতি পদ লাভ করেন। কিন্তু শিঘ্রই তিনি কলরের দল ত্যাগ করেন। দুর্নীতির অভিযোগে [[১৯৯২]] সালের অক্টোবরে কলর অভিযুক্ত হলে ফ্রাঁকু দেশের শাসনভার হাতে নেন এবং কলরের পদত্যাগের পর [[২৯শে ডিসেম্বর]] দেশটির রাষ্ট্রপতি হন। ব্রাজিলের লাগামহীন মুদ্রাস্ফীতি ([[১৯৯৩]] সালে এর পরিমাণ ছিল প্রায় ৬০০০%) রোধের লক্ষ্যে তিনি ব্রাজিলের মুদ্রাব্যবস্থার সংস্কার করেন এবং মার্কিন ডলারের বিপরীতে ব্রাজিলের নতুন মুদ্রা রেয়ালের প্রচলন করেন। [[১৯৯৪]] সালে তিনি সাংবিধানিক সংস্কারের মাধ্যমে ব্রাজিলের গণতান্ত্রিক ও উদারনৈতিক ভিত্তি শক্ত করার প্রয়াস পান। এই সংস্কারে রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছরের জন্য সীমাবদ্ধ করা হয় এবং প্রথমবারের মত ব্রাজিলের আদিবাসী আমেরিকানদের আংশিক স্বায়ত্বশাসন দেয়া হয়। শাসনকাল শেষ হবার পর তিনি পরবর্তী নির্বাচন বিজেতা [[ফের্‌নাঁদু এঁরিকি কার্দোজু]]-র হাতে ক্ষমতা হস্তান্তর করেন। উল্লেখ্য, কার্দোজু তাঁর সরকারের অর্থমন্ত্রী ছিলেন। এরপর তিনি [[পর্তুগাল|পর্তুগালে]] ও পরবর্তীতে [[ওয়াশিংটন ডিসি]]-তে [[অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট্‌স]]-এ ব্রাজিলের দূত হিসেবে কাজ করেন। [[১৯৯৮]] সালে তিনি মিনাস জেরাইস রাজ্যের গভর্নর হন ও [[২০০৩]] সাল পর্যন্ত সেখানে ছিলেন। এরপর তিনি [[ইতালি|ইতালিতে]] ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন এবং [[২০০৫]] সালে পদটি ছেড়ে দেন।