জোয়ান বায়েজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shafaet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Shafaet (আলোচনা | অবদান)
১৩ নং লাইন:
 
==গায়ক জীবন==
জোয়ানের বাবার এক বন্ধু তাকে একটি উকেলেলে(ukulele) গীটার উপহার দেন। তিনি ৪টি কর্ড বাজাতে শেখেন যা দিয়ে তিনি রিদম এবং ব্লুজ বাজাতে পারতেন। তার বাবা মা ভয় পেতেন যে সংগীত তাকে মাদকাসক্তির দিকে নিয়ে যেতে পারে।<ref name="ডেমো"> [http://www.democracynow.org/2009/5/4/legendary_folk_singer_activist_pete_seeger Democracy Now, May 4, 2009 (transcript).] Interview with Joan Baez, by Amy Goodman at Pete Seeger's 90th birthday celebration. </ref> ৮ বছর বয়সে তিনি ফোক গায়ক পিট সিগার এর কনসার্ট দেখে মুগ্ধ হন। <ref name="ডেমো"/> কিছুদিনের মধ্যে তিনি জনসম্মুক্ষে গান গাওয়া শুরু করেন। ১৯৫৭ সালে তিনি তার প্রথম গিবসন অ্যাকুয়াস্টিক গিটার কিনেন।
 
===প্রথম অ্যালবাম===
জোয়ান বায়েজের রেকর্ডিং ক্যারিয়ার শুরু হয় ১৯৬০ সালে। তাঁর প্রথম তিনটি অ্যালবামে নাম "জোয়ান বায়েজ", "জোয়ান বায়েজ ভলিউম ২","জোয়ান বায়েজ ইন কনসার্ট", সবগুলো 'গোল্ড রেকর্ড' মর্যাদাপ্রাপ্ত হয় ও বিভিন্ন চার্টে দুই বছর স্থান ধরে রাখে।<ref> Ruhlemann, William (May 6, 2009). [http://www.allmusic.com/artist/p1917/biography "Joan Baez – Biography". allmusic.com]. Rovi Corporation. Retrieved 2009-12-13. </ref>
[[চিত্র:Joan_Baez_1963.jpg|thumb|জোয়ান বায়েজ ১৯৬৩ সালে ওয়াশিংটনে]]
 
তিনি ইংরেজির পাশাপাশি স্প্যানিশেও দক্ষ। এ দুই ভাষার পাশাপাশি আরো অন্ততঃ ছয়টি ভাষায় গান রেকর্ডিং করেছেন তিনি। ৫৩ বছর ধরে তিনি ৩০টির বেশি অ্যালবাম প্রকাশ করেন।
 
 
==যুদ্ধবিরোধী কর্মকান্ড==