উইকিপিডিয়া আলোচনা:নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
৬২ নং লাইন:
 
::কাদের মোটিভেট করতে হবে, এ ব্যাপারটি আমি সবসময় তিন ভাগে ভাগ করি। এক একেবারে নতুন যারা উইকিপিডিয়ার কথা হয়তো জানে (নাও জানতে পারে) কিন্তু কখনও উইকিপিডিয়ায় আসে না। দুই পরীক্ষা করতে উইকিপিডিয়াতে আসে বা স্বল্প মেয়াদি ব্যবহারকারী। তিন পুরনো ব্যবহারকারী। তিনটি ভাগই সমান গুরুত্বের দাবি রাখে তবে ছোট উইকিপিডিয়ার ক্ষেত্রে আমি তিন নম্বরটি বেশি গুরুত্বপূর্ণ মনে করি। উপরে রাগিব ভাই বলেছেন, বড় উইকিপিডিয়া সমৃদ্ধ হয়েছে কিছু কোর মানুষের হাতে। আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত এবং ঠিক এ কারণেই তিন নম্বরটি বেশি গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন পুরনোরা অলরেডি মোটিভেটেড, কিন্তু তারাও ডিমোটিভেটেড হতে পারে। এবং তা বিভিন্ন কারণেই হতে পারে। আর একজন অভিজ্ঞ এবং মোডিভেটেড অবদানকারী ডিমোটিভেটেড হওয়া বা উইকিপিডিয়া থেকে চলে যাওয়া অন্য দুটো ক্ষেত্রের তুলনায় ছোট উইকিপিডিয়ার জন্য বেশি ক্ষতিকর। নতুনদের অংশগ্রহণ বাড়াতে হবে, তার সাথে পুরাতনদের উইকিপিডিয়াতে ধরে রাখতে হবে। তাই একেবারে নতুন, তুলনামূলক নতুনদের মোটিভেট করার সাথে সাথে পুরাতনদের নিয়মিত মোটিভেট করা বা তাদের মোটিভেশন চাঙ্গা রাখার ব্যপারটি নিয়ে ভাবা যেতে পারে।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ১৭:৫৪, ২৯ মে ২০১২ (ইউটিসি)
 
 
আমার মনে হয়, মোটিভেশণটা গুরুত্বপূর্ণ। এখনকার অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে 'ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো'র কোন উদ্যোগ নেই। আমি নিজে উইকিতে টুকটাক গুতাগুতি করলেও আমার পুরো বন্ধু মহলে কাউকেই মোটিভেইট করতে পারি না। যদিও অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য প্রথম ক্লিক করে উইকিতে। রাগিব ভাই বলেছেন, বড় উইকিপিডিয়া সমৃদ্ধ হয়েছে কিছু কোর মানুষের হাতে। এই ধারা চললে কয়েক দিন পর কিংবা আরও পরে ফল পাওয়া যাবে। সামাজিক যোগাযোগের সাইট গুলো ভালো টার্গেট হতে পারে। ব্যবহার কারী রা একের পর এক নোট লিখে যায়, বাংলাতে তাদের আকৃষ্ট করা যেতে পারে। আমি নিজে যখন ফেইসবুকে উইকি থেকে কোন কিছু পোষ্ট করি তখন লাইক আর প্রশংসায় উত্তপ্ত হয়ে যাই। কিন্তু লোকজন উইকিতে আর আসে না। আমার ভাগ্নে এখন ৮ম শ্রেনীতে পরে (স্যাফায়ার স্বচ্ছ user:004sapphire)। আমাকে দেখে উইকিতে খেলাধূলার পাতা গুলাতে সবচেয়ে খারাপ অনুবাদ করত।কিন্তু তারপরেও মাঝে মাঝে আসে। পুরাতনদের উইকিপিডিয়াতে ধরে রাখতে হবে। যাতে নতুনদের একরাতে ১০টা নতুন ভুক্তি কপি পেষ্ট থেকে বিরত রাখতে পারে।--[[User:Aashaa|আশা]] ([[User talk:Aashaa|আলাপ]]) ১৮:৪৩, ২৯ মে ২০১২ (ইউটিসি)
"নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্প" প্রকল্প পাতায় ফিরুন।