ফের্মার শেষ উপপাদ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shafaet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Shafaet (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[চিত্র:Diophantus-II-8.jpg|right|thumb|350px|''অ্যারিথমেটিকা''র ১৬২১ সালের সংস্করণে সমস্যা ১১.৮। ডানে রয়েছে সেই বিখ্যাত মার্জিন, যেটা ফের্মার প্রমাণটি লিখবার মতো যথেষ্ট বড় ছিল না।]]
 
[[চিত্র:Wilesproof.jpg|thumb|350px|[[এন্ড্রু উইলস|এন্ড্রু উইলসের]] প্রমাণের একটি পৃষ্ঠা। ফার্মার শেষ উপপাদ্যটি লাল কালিতে চিহ্নিত করা হয়েছে।]]
'''ফের্মার শেষ উপপাদ্য'''টি হলো:
:''যখন n > 2, তখন x<sup>n</sup> + y<sup>n</sup> = z<sup>n</sup> সমীকরণটি জন্য x, y ও z এর তিনটি [[পূর্ণ সংখ্যা|পূর্ণ সাংখ্যিক]] মান পাওয়া যাবে না যা সমীকরণটিকে সিদ্ধ করে।''
১১ নং লাইন:
 
১৯ শতকের মাঝামাঝি সময়ে [[আর্নস্ট কুমার]] মৌলিক সংখ্যাত একটি বড়সড় দলের জন্যে উপপাদ্যটি প্রমাণ করেন, যারা [[সাধারণ মৌলিক সংখ্যা]] নামে পরিচিত। <ref name="১" /> কুমারের কাজের ওপর ভিত্তি করে এবং কম্পিউটার বিজ্ঞানের আধুনিক তত্ত্ব ব্যবহার করে গণিতবিদরা চল্লিশ লক্ষের চেয়ে ছোট সব মৌলিক সংখ্যার জন্যে উপপাদ্যের প্রমাণ সম্পন্ন করেন।
[[চিত্র:Andrew wiles1-3.jpg|thumb|350px|[[এন্ড্রু উইলস|এন্ড্রু উইলস]]
 
সকল ''n'' এর জন্যে উপপাদ্যটি প্রমাণ করা সম্ভব হয় বিশ শতাব্দীর শেষপ্রান্তে এসে। ১৯৮৪ সালে [[গেরহার্ড ফে]] [[এলিপটিক কার্ভ|এলিপটিক কার্ভের]] জন্যে [[অনুসমতা তত্ত্ব]] ব্যবহার করে উপপাদ্যটি প্রমাণ করা যেতে পারে বলে মত প্রকাশ করেন। [[কেন রিবেট|কেন রিবেটের]] কাজের ওপর ভিত্তি করে ব্রিটিশ গণিতবিদ [[অ্যান্ড্রু ওয়াইল্‌স]] তার সহকারী [[রিচার্ড টেইলর|রিচার্ড টেইলরের]] সহায়তায় ১৯৯৫ সালে উপপাদ্যটি সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হন। <ref name="২">Wiles, A. "Modular Elliptic-Curves and Fermat's Last Theorem." Ann. Math. 141, 443-551, 1995.</ref><ref name="৩">[http://www.cs.rug.nl/~wim/fermat/wilesEnglish.html http://www.cs.rug.nl/~wim/fermat/wilesEnglish.html]</ref>।
 
[[চিত্র:Andrew wiles1-3.jpg|thumb|350px|[[এন্ড্রু উইলস|এন্ড্রু উইলস]]
 
==তথ্যসূত্র==